২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ রয়েছে টুইটারে। ফলে ইচ্ছা থাকলেও বড় পোস্ট করতে পারেন না টুইটার ব্যবহারকারীরা। বিষয়টি অজানা নয় টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কের কাছে। আর তাই এক টুইটে তিনি জানিয়েছেন, শিগগিরই ২৮০ অক্ষরের বিধিনিষেধ তুলে নেবে টুইটার। ফলে ব্যবহারকারী চাইলেই ইচ্ছামতো বড় বার্তা বা প্রবন্ধ টুইটারে পোস্ট করতে পারবেন।
উল্লেখ্য, ২০০৬ সালে টুইটার চালুর সময় মাত্র ১৪০ অক্ষরের বার্তা বিনিময়ের সুযোগ মিলত। তবে ব্যবহারকারীদের কাছে বড় পোস্টের চাহিদা থাকায় ২০১৮ সালে অক্ষরের সংখ্যা ২৮০ করে টুইটার। এবার মাস্কের এ ঘোষণার পর নির্দিষ্ট অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ পুরোপুরি তুলে নিতে পারে খুদে ব্লগ লেখার সাইটটি।
গত ফেব্রুয়ারি মাসে ২৮০ অক্ষরের বিধিনিষেধ শিথিলের উদ্যোগ নিয়েছিল টুইটার। এ জন্য ‘টুইটার আর্টিকেল’ নামের নতুন সুবিধা চালুর লক্ষ্যে কাজও শুরু করেছিলেন টুইটারের কর্মীরা। কিন্তু এখন পর্যন্ত সুবিধাটি চালু না হওয়ায় ২৮০ অক্ষরের মধ্যেই টুইটারে বার্তা বিনিময় করতে হয়।
সূত্র: মেইল অনলাইন