আইফোন
আইফোন

চারটি যতিচিহ্ন টাইপ করলেই আইফোন কাজ করছে না, সমাধান কী

অ্যাপলের আইফোন ও আইপ্যাডে নতুন একধরনের ত্রুটি দেখা যাচ্ছে। সুনির্দিষ্ট চারটি যতিচিহ্ন টাইপ করলেই বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপলের এই দুই যন্ত্র। তবে এ ত্রুটির ফলে বড় আকারের ক্ষতি হওয়ার শঙ্কা নেই বলে জানা গেছে।

জানা যায়, দুটি উদ্ধৃতি চিহ্ন ও দুটি কোলন চিহ্ন (“”::) একসঙ্গে টাইপ করলেই স্প্রিংবোর্ড কাজ করে না। ফলে আইফোন ও আইপ্যাডের হোমস্ক্রিনে আর কিছুই দেখা যায় না। হোমস্ক্রিনের সার্চবার, অ্যাপ লাইব্রেরির সার্চবার ও সেটিংস অ্যাপের সার্চবারে এই চার যতিচিহ্ন একসঙ্গে লিখলে এমন সমস্যা দেখা দিচ্ছে। এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এ ত্রুটি তুলে ধরেন কামরান মোখতার নামের একজন সফটওয়্যার নিরাপত্তা গবেষক। তিনি এক্স বার্তায় লিখেছেন, আইওএস ১৭.৬.১-এর অ্যাপ লাইব্রেরিতে একসঙ্গে দুটি উদ্ধৃতি চিহ্ন ও কোলন টাইপ করলেই আইফোনে আর কাজ করা যায় না।

অবশ্য এ ত্রুটিকে গুরুতর নয় বলেছেন নিরাপত্তা গবেষকেরা। ফলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সাধারণত এই চার যতিচিহ্ন একসঙ্গে টাইপ করারও প্রয়োজন পড়ে না। ফলে সাধারণ ব্যবহারে এ ত্রুটির সম্মুখীন হওয়ার আশঙ্কাও নেই। তাই একসঙ্গে এই চার যতিচিহ্ন টাইপ না করার পরামর্শ বিশেষজ্ঞদের। তাঁরা আশা করছেন, পরবর্তী হালনাগাদে এ ত্রুটির সমাধান করবে অ্যাপল। তবে এ ত্রুটির বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি অ্যাপল।

৭ আগস্ট আইওএসের হালনাগাদ সংস্করণ ১৭.৬.১ উন্মুক্ত করেছে অ্যাপল। কিন্তু উন্মুক্তের পর সংস্করণটিতে বেশ কয়েকটি নিরাপত্তার ত্রুটি পাওয়া যায়। তাই মাত্র ১৫ দিনের ব্যবধানে ত্রুটিগুলোর সমাধান করে ১৭.৬.১ সংস্করণের হালনাগাদ এনেছে প্রতিষ্ঠানটি। আইফোন ব্যবহারকারীদের জরুরি ভিত্তিতে হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়ে অ্যাপল জানিয়েছে, নতুন সংস্করণের নাম এক হলেও বিল্ড নম্বর আলাদা। তাই সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য ব্যবহারকারীদের বিল্ড নম্বর ‘২১জি১০১’যুক্ত ১৭.৬.১ সংস্করণ ব্যবহার করতে হবে।

সূত্র: নিউজ১৮ ডটকম ও সিনেট