বাজেটে আইসিটি খাতের প্রত্যাশা-৬

ঢাকার বাইরে দ্রুতগতির ইন্টারনেট চান ফ্রিল্যান্সাররা

ঢাকার বাইরে, বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করার দাবি জানিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ফ্রিল্যান্সিংয়ের জন্য ভালো মানের প্রশিক্ষণ নিশ্চিত করার কথাও বলেছেন তাঁরা। দেশের সফল তিন ফ্রিল্যান্সার বাজেটে ফ্রিল্যান্স আউটসোর্সিং খাতের প্রত্যাশার কথা বলেছেন প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের ষষ্ঠ পর্বে। গ্রন্থনা করেছেন রাহিতুল ইসলাম।

ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রয়োজন
ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রয়োজন

ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করা হোক
সুমন সাহা, ফ্রিল্যান্সার

আমাদের মধ্যে যাঁরা তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার এবং যাঁরা ছোট উদ্যোক্তা তাঁরা ঢাকা বা বিভাগীয় শহরে থাকতে চান না। তাঁরা চান তাঁদের নিজ জেলা শহরে ছড়িয়ে-ছিটিয়ে যেতে এবং সেখানে আরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে। কিন্তু যেতে পারছেন না কয়েকটি কারণে।

সুমন সাহা

এক. বাংলাদেশের সব জায়গায় এখনো নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত হয়নি।

দুই. ব্রডব্যান্ড বা উচ্চগতির ইন্টারনেট সংযোগ বেশির ভাগ স্থানেই সহজলভ্য নয়।

এই দুটি বিষয়ে আমাদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ তথা সরকার যদি একটু দৃষ্টি দেয়; তবে বাংলাদেশ সরকারের অন্তত ফ্রিল্যান্স আউটসোর্সিং খাত থেকে বছরে যে আয় হওয়ার কথা, তার অনেকটাই পূরণ হয়ে যাবে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে। আগামী বাজেটে ঢাকার বাইরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ব্রডব্যান্ড ইন্টারনেট—এই দুটি বিষয়ের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি।

তৌহিদ রহমান

ফ্রিল্যান্সারদের জন্য ভালো মানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে
তৌহিদ রহমান, ফ্রিল্যান্সার

ফ্রিল্যান্স আউটসোর্সিং আমাদের দেশের জন্য অনেক বড় সম্ভাবনাময় খাত। এই খাতের উন্নয়নে ভালো মানের প্রশিক্ষণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভালো মানের প্রশিক্ষণ না থাকায় কিছু অসাধু মানুষ, প্রশিক্ষণের নামের ফ্রিল্যান্সিংয়ের ক্ষতি করছে। সরকারকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মান বজায় রাখতে হবে। প্রতিষ্ঠিত সফল ফ্রিল্যান্সারদের সঙ্গে আলোচনা করে তাঁদের দিয়ে পাঠক্রম তৈরি করে প্রশিক্ষণ দিতে হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন কর্মশালার আয়োজন করতে হবে। প্রশিক্ষণের পাশাপাশি এ ধরনের সচেতনতা ফ্রিল্যান্সিংয়ের উন্নয়নে কাজে দেবে। যদি সম্ভব হয়, ফ্রিল্যান্সিংকে পাঠ্যসূচিতে যোগ করতে হবে। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে সবচেয়ে বেশি প্রয়োজন এ সম্পর্কে প্রাথমিক ধারণা এবং এখানে কীভাবে সফল হওয়া যায়, সেই সম্পর্কিত দিকনির্দেশনা। ভালো প্রশিক্ষণের মাধ্যমে এগুলো নিশ্চিত করতে পারলেই ফ্রিল্যান্সিংয়ে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে।

সুবীর নকরেক

গ্রাম পর্যায়ে ফোরজি ইন্টারনেট চাই
সুবীর নকরেক, ফ্রিল্যান্সার

ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সেবা শহর ও গ্রাম পর্যায়ে চাই। দেশে অনেক গ্রামে এখনো ফোরজি ইন্টারনেট পাওয়া যায় না। অনেক তরুণ আগ্রহ দেখালেও ইন্টারনেট ও ল্যাপটপের অভাবে এগোতে পারেন না। বাজেটে এই বিষয়ে পদক্ষেপ নিলে অনেক তরুণ স্বাবলম্বী হতে পারবেন।