আইওএস হালনাগাদের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী
আইওএস হালনাগাদের পর আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক ব্যবহারকারী

আইওএসের নতুন সংস্করণেও আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন

গত সেপ্টেম্বর মাসে নতুন মডেলের আইফোনের পাশাপাশি ‘আইওএস ১৭’ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করে অ্যাপল। সে সময় নতুন অপারেটিং সিস্টেম ব্যবহারের পরপরই বেশ কয়েকজন ভুক্তভোগী খুদে ব্লগ লেখার সাইট এক্সে (টুইটারে) অভিযোগ করেন, আইওএস ১৭ ব্যবহারের পরপরই আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর ব্যাটারি সমস্যার সমাধান করতে সম্প্রতি ‘আইওএস ১৭.১’ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। কিন্তু আইওএসের নতুন সংস্করণের বিরুদ্ধেও ব্যাটারি বেশি খরচ করার অভিযোগ উঠেছে।

আইওএস ১৭.১ সংস্করণে বেশ কিছু নিরাপত্তা ত্রুটি দূর করার পাশাপাশি এয়ার ড্রপ, স্ট্যান্ড বাই এবং অ্যাপল মিউজিক সুবিধা হালনাগাদ করায় এরই মধ্যে পুরোনো মডেলের আইফোনে নতুন সংস্করণটি ব্যবহার শুরু করেছেন অনেকেই। কিন্তু সংস্করণটি নামানোর পর থেকেই আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ার অভিযোগ করেছেন বেশ কয়েকজন ভুক্তভোগী। এ বিষয়ে এক্সে একজন ভুক্তভোগী লিখেছেন, ‘আইওএস ১৭.১ সংস্করণ হালনাগাদের পর কোনো কাজ না করলেও আইফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে।’ আরেকজন লিখেছেন, ‘প্রতি ৭ মিনিটে ১ শতাংশ করে চার্জ কমে যাচ্ছে আইফোনে।’

ব্যাটারি সমস্যার কারণে অনেকেই নিজেদের আইফোনে হালনাগাদ সংস্করণের আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন না। তবে অ্যাপল জানিয়েছে, আইওএসের নতুন এই হালনাগাদ অবহেলা করা উচিত হবে না, কারণ এতে নিরাপত্তাবিষয়ক বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে।

নতুন আইওএস সংস্করণে আইফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যাওয়ার বিষয়ে বরাবরের মতো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জেডডিনেটের গবেষক অ্যাড্রিয়ান কিংসলে জানিয়েছেন, নতুন সংস্করণটিতে পাওয়ার ইনটেনসিভ সুবিধা হালনাগাদ করায় আইফোনের ব্যাটারি বেশি খরচ হওয়া স্বাভাবিক। অনেক সময় সফটওয়্যার হালনাগাদের জন্যও ব্যাটারি বেশি খরচ হয়। যাঁদের ধারণা, হালনাগাদের পর আইফোনের ব্যাটারির ক্ষমতা কমে গেছে, তাঁদের উচিত আইফোনের সেটিংস থেকে ‘ব্যাটারি হেলথ’ অপশন পরীক্ষা করা। পরীক্ষার ফলাফলে ‘পিক পারফরম্যান্স ক্যাপাসিটি’ লেখা থাকলে বুঝতে হবে আইফোনের ব্যাটারি ঠিক রয়েছে।

সূত্র: ডেইলি মেইল