হুয়াওয়ের সেমিনারের উদ্বোধনী দিনে বক্তৃতা করছেন তানভীর আহমেদ
হুয়াওয়ের সেমিনারের উদ্বোধনী দিনে বক্তৃতা করছেন তানভীর আহমেদ

আইসিটি ও টেলিযোগাযোগ খাতের জন্য হুয়াওয়ের মাসব্যাপী সেমিনার শুরু

মোবাইল নেটওয়ার্ক যন্ত্রাংশ নির্মাতা ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং টেলিযোগাযোগ খাতের সহযোগীদের জন্য মাসব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে। আজ সোমবার রাজধানী ঢাকার গুলশানে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে মাসব্যাপী এ সেমিনার শুরু হয়েছে। স্মার্ট বাংলাদেশের যাত্রাকে ত্বরান্বিত করতে ‘গাইড টু দ্য ইন্টেলিজেন্ট বাংলাদেশ’ শিরোনামের প্রথম দিন তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক নতুন উদ্ভাবন ও সমাধান নিয়ে আলোচনা করে প্রতিষ্ঠানটি।

প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন হুয়াওয়ের দক্ষিণ এশিয়া কার্যালয়ের প্রধান বিপণন ব্যবস্থাপক এস এম নাজমুল হাসান বলেন, ‘হুয়াওয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে। বিভিন্ন খাতে দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ডিজিটাল প্রযুক্তি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার ক্ষেত্রে আমাদের সঠিক প্রযুক্তিগত সমাধান চিহ্নিত করার মধ্য দিয়ে সে সুযোগ কাজে লাগাতে হবে। উদ্ভাবন হুয়াওয়ের মূল চালিকাশক্তি। আমাদের প্রতিষ্ঠানের অর্ধেকের বেশি কর্মী গবেষণা ও উন্নয়ন কর্মী হিসেবে নিয়োজিত। ২০২২ সালেই আমাদের আয়ের ২৫ দশমিক ১ শতাংশ (প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা) গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে। নতুন উদ্ভাবন ও খাতের অগ্রগতির ক্ষেত্রে মতবিনিময় দেশের রূপান্তরে ও দেশকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে আমাদের বিশ্বাস।’

অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন হুয়াওয়ের দক্ষিণ এশিয়া কার্যালয়ের হেড অব মিডিয়া তানভীর আহমেদসহ অনেকে।