এক্স
এক্স

এক্স ব্যবহারকারীদের জন্য সুখবর

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সে (সাবেক টুইটার) বার্তা বা ছবি প্রকাশের পাশাপাশি অডিও-ভিডিও কল করা যায়। এত দিন এ সুবিধা শুধু অর্থের বিনিময়ে (এক্স প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস) এক্স ব্যবহারকারীরা পেলেও এবার সবার জন্য উন্মুক্ত হচ্ছে। এর ফলে এক্সের সাধারণ ব্যবহারকারীরাও এক্সে অডিও-ভিডিও কল করতে পারবেন।

নতুন এ সুবিধা চালুর বিষয়টি স্বীকার করেছেন এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনো। এ বিষয়ে এক্সে এক বার্তা পোস্ট করলেও অডিও-ভিডিও কল সুবিধা কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ জানাননি তিনি। তবে এক্সের একজন প্রকৌশলী জানিয়েছেন, শিগগিরই ধীরে ধীরে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

এত দিন এক্সে সাধারণ ব্যবহারকারীরা শুধু অন্যদের করা কল গ্রহণ করে কথা বলতে পারতেন। নতুন এ সুবিধা চালু হলে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা এক্স ব্যবহারকারীদের কল করতে পারবেন তাঁরা। ফলে এক্সে অডিও-ভিডিও কল করা ব্যক্তির সংখ্যা বর্তমানের তুলনায় অনেক বেশি হবে।  

এক্সের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, এক্স হবে ‘সবকিছুর অ্যাপ বা এভরিথিং অ্যাপ’। নিজের এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য জনপ্রিয় অ্যাপগুলোর বিভিন্ন সুবিধা ধীরে ধীরে এক্সে যুক্ত করছেন ইলন মাস্ক। এরই ধারাবাহিকতায় এবার সব ব্যবহারকারীর জন্য অডিও-ভিডিও কল সুবিধা উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এক্স।
সূত্র: ম্যাশেবল