ইনস্টাগ্রাম প্রোফাইলে বিভিন্ন তথ্যের পাশাপাশি একটি লিংক যুক্ত করা যায়। ফলে প্রোফাইলে থাকা লিংকে ক্লিক করে নির্দিষ্ট ব্যক্তির বিভিন্ন কাজ বা দক্ষতা সম্পর্কে অন্যরা জানতে পারেন। আর তাই অনেকেই নিজেদের ওয়েবসাইট বা অনলাইনে সংরক্ষণ করা বিভিন্ন কাজের লিংক ইনস্টাগ্রাম প্রোফাইলে সংরক্ষণ করেন। ব্যবহারকারীদের আগ্রহ বিবেচনা করে প্রোফাইলে সর্বোচ্চ পাঁচটি লিংক যুক্তের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।
আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সব ফোনে পর্যায়ক্রমে এ সুবিধা পাওয়া যাবে। এ বিষয়ে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, প্রোফাইলে একাধিক লিংক চালুর জন্য সবচেয়ে বেশি অনুরোধ করে আসছিলেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এরই ধারাবাহিকতায় নতুন এ সুবিধা যোগ করা হয়েছে।
পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য একাধিক লিংক যোগ করার সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। নতুন এ সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা চাইলেই নিজেদের বিভিন্ন তথ্য আলাদা লিংকে যোগ করতে পারবেন। ফলে অন্য ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ বুঝে নির্দিষ্ট লিংকে ক্লিক করে সেই ব্যক্তি সম্পর্ক আগাম ধারণা নিতে পারবেন।
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম। কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয়তা পেলেও কিছুতেই টিকটকের সঙ্গে পেরে উঠছে না ছবি ও ভিডিও বিনিময়ের এই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি। আর তাই নতুন প্রযুক্তি যোগ করার পাশাপাশি বিভিন্ন সেবা নিয়মিত হালনাগাদ করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
সূত্র: গ্যাজেটস ৩৬০