মাইক্রোসফট রিসার্চের তৈরি ওয়ার্ল্ড ওয়াইড টেলিস্কোপ (ডব্লিউডব্লিউটি) কর্মসূচি চালু হয়। ডব্লিউডব্লিউটি হলো মুক্ত সোর্সকোডে তৈরি একগুচ্ছ অ্যাপ্লিকেশন, তথ্য ও ক্লাউড সেবার সমন্বিত এক কর্মসূচি।
২৭ ফেব্রুয়ারি ২০০৮
মাইক্রোসফটের ওয়ার্ল্ড ওয়াইড টেলিস্কোপ কর্মসূচি শুরু
মাইক্রোসফট রিসার্চের তৈরি ওয়ার্ল্ড ওয়াইড টেলিস্কোপ (ডব্লিউডব্লিউটি) কর্মসূচি চালু হয়। ডব্লিউডব্লিউটি হলো মুক্ত সোর্সকোডে তৈরি একগুচ্ছ অ্যাপ্লিকেশন, তথ্য ও ক্লাউড সেবার সমন্বিত একটি কর্মসূচি। মাইক্রোসফট রিসার্চ প্রথমে তৈরি করলেও বর্তমানে এটি গিটহাবে এটি ওপেন–সোর্স প্রকল্প হিসেবে পরিচালিত হয়। এর মেধাস্বত্ব ডটনেট ফাউন্ডেশনের। ডব্লিউডব্লিউটি ব্যবস্থাপনা করে আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি। আর অর্থায়ন করে মুর ফাউন্ডেশন ও ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন।
ডব্লিউডব্লিউটি জ্যোতির্বিদ্যা, পৃথিবী ও গ্রহণক্ষেত্রের তথ্য একটি ত্রিমাত্রিক (থ্রিডি) মহাবিশ্বের মাধ্যমে প্রদর্শন করে। এতে শত শত উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। ওপেন–সোর্স হওয়ায় ব্যবহারকারীরাও ডব্লিউডব্লিউটিতে তথ্য সংযোজন করতে পারে। একদম বিনা মূল্য ডব্লিউডব্লিউটি ব্যবহার করা য়ায়।
মাইক্রোসফট রিসার্চ ও জনস হপকিনস ইউনিভার্সিটি ২০০২ সালে ডব্লিউডব্লিউটি প্রকল্প শুরু করে। ডেটাবেজ গবেষক জিম গ্রে কৃত্রিম উপগ্রহের নেওয়া পৃথিবীর ছবি দিয়ে ডেটাবেজ (টেরাসার্ভার) গড়ে তোলেন। ২০০৮ সালের ২৭ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ট্রেড সম্মলনে ডব্লিউডব্লিউটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ২০১৬ পর্যন্ত অন্তত এক কোটি সক্রিয় ব্যবহারকারী ডব্লিউডব্লিউটি নামিয়েছেন।
২৭ ফেব্রুয়ারি ১৯৭৬
অবসরে হার্ভেস্ট কম্পিউটার
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে ১৪ বছর চলার পর আইবিএম ৭৯৫০ সুপার কম্পিউটার (হার্ভেস্ট সিস্টেম নামে পরিচিত) বন্ধ করে দেওয়া হয়। ১৯৬২ সালে হার্ভেস্ট সরবরাহ করা হয়েছিল। গোপন সাংকেতিক বার্তা তৈরি ও পুনরুদ্ধারের কাজের উপযোগী করে এর নকশা করেছিলেন জেমস এইচ পমেরেন্স। এটি ইলেকট্রিনকস কম্পিউটার ছিল। এতে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। তবে হার্ভেস্ট কম্পিউটার স্বয়ংক্রিয় ছিল না।