ফ্রিল্যান্সিং

ছবি সম্পাদনা করেও আয় করা যায়

অনলাইনে ছবি সম্পাদনাকাজের চাহিদা রয়েছে
ছবি: প্রথম আলো

নিজের বা পরিবারের ছবি তোলার পর শখের বসে সেগুলো সম্পাদনা করে বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটে পোস্ট করেন অনেকেই। ছবি সম্পাদনা করে অনলাইনে আয়ও করা যায়। হালনাগাদ ফটোশপ সফটওয়্যারে দক্ষ যেকোনো ব্যক্তি বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ছবি সম্পাদনার কাজ করে আয় করতে পারেন।

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে ছবি সম্পাদনার বিভিন্ন কাজ রয়েছে, যার মধ্যে ছবির রং সংশোধন, ছবি সংশোধন, পটভূমি মুছে ফেলা ও ছবি ম্যানিপুলেশন অন্যতম। এসব কাজে দক্ষতা থাকলে সহজেই অনলাইনে কাজ পাওয়া যায়। চাইলে দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করা সম্ভব। একনজরে দেখে নেওয়া যাক কাজগুলোর খুঁটিনাটি তথ্য।

ছবির রং সংশোধন

অনেক সময় দেখা যায় ভালো মানের ক্যামেরা বা মুঠোফোন দিয়ে ছবি তোলার পরও আলোর তারতম্যের কারণে ছবির বিভিন্ন অংশ কালো বা অন্ধকার দেখায়। কখনো আবার আলোর বিপরীতে ছবি তোলায় ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ছবির রং সংশোধনের মাধ্যমে এসব সমস্যা সহজেই দূর করা যায়। ফলে বিয়ে বা অনুষ্ঠানের ছবির পাশাপাশি বিভিন্ন পণ্যের ছবিতে রং সংশোধনকাজের চাহিদা দিন দিন বাড়ছে।

অনলাইনে ছবি প্রতি রং সংশোধনের জন্য সাধারণত দশমিক ২০ সেন্ট থেকে ১০ ডলার পর্যন্ত আয় করা যায়। ক্লায়েন্টরা সাধারণত একসঙ্গে অনেকগুলো ছবিতে রং সংশোধনের কাজ দিয়ে থাকেন। ফলে আয়ের পরিমাণ বেশ ভালোই হয়।

ছবি সংশোধন

পুরোনো, অস্পষ্ট, ঝাপসা বা নষ্ট ছবি থেকে নতুন ছবি তৈরি করাকেই সাধারণত ছবি সংশোধনের কাজ হিসেবে বিবেচনা করা হয়। স্কিন রিটাচের পাশাপাশি রং সংশোধনের মাধ্যমে ছবিগুলোকে নতুনের মতো করতে হওয়ায় এ কাজে আয়ও হয় বেশি। ছবির অবস্থা এবং কাজের মান বিবেচনা করে ছবিপ্রতি ০.৫০ সেন্ট থেকে ৫০ ডলার পর্যন্ত আয় করা যায়।

পটভূমি মুছে ফেলা

অনলাইনে এ কাজের চাহিদা অনেক বেশি। ফলে অনেকেই শুধু ছবির পটভূমি মুছে ফেলার কাজ করে থাকেন। কাজের দক্ষতা থাকলে এবং ভালো ক্লায়েন্ট খুঁজে পেলে নিয়মিত এ কাজ করা যায়। ছবির পটভূমি মুছে ফেলার কাজ করে সাধারণত দশমিক ১০ সেন্ট থেকে ১০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।

ম্যানিপুলেশন

অনলাইনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানেও ছবি ম্যানিপুলেশন কাজের চাহিদা রয়েছে। এ কাজের মাধ্যমে সাধারণ এক বা একাধিক ছবির সাহায্যে বিভিন্ন নকশা, কভার, পোস্টার, লিফলেট ও ছবি তৈরি করা হয়। এ ক্ষেত্রে ছবিপ্রতি নয়, ক্লায়েন্টের চাহিদামতো কাজ করে ২০ থেকে ৫০০ ডলার পর্যন্ত আয় করা যায়।

ছবি সম্পাদনার আরও অনেক কাজ রয়েছে অনলাইনে। জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং রিটাচের কাজেও নিয়মিত আয় করা যায়। কারণ, ছবি সম্পাদনায় দক্ষতা না থাকলে এ কাজ করা সম্ভব হয় না। ফলে নিজের দক্ষতা প্রমাণ করতে পারলে ক্লায়েন্টরা নির্দিষ্ট ব্যক্তিকে নিয়মিত কাজ দিয়ে থাকেন।