অসুখ বলেকয়ে আসে না। আর তাই গভীর রাতে বা ভোররাতে হঠাৎ কেউ অসুস্থ হলে বেশ সমস্যায় পড়তে হয়। আশপাশে হাসপাতাল না থাকলে চাইলেও সে সময় চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় না। এ সমস্যা সমাধানে যেকোনো সময় স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ দিতে চালু করা হয়েছে ‘ডিউটি ডক’ অ্যাপ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর অ্যাপটির মাধ্যমে ২৪ ঘণ্টা বিনা মূল্যে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন তথ্য জানা যায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠান নেক্সট স্টেপ কমিউনিকেশন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি অ্যাপটিতে গত পাঁচ বছরের হালনাগাদ চিকিৎসাবিষয়ক বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। এর ফলে যেকোনো রোগের তথ্যসহ করণীয় বিভিন্ন দিক দ্রুত জানাতে পারে অ্যাপটি। টেক্সট টু স্পিচ প্রযুক্তি থাকায় এসব তথ্য চাইলে শোনাও যায়। গত ২৮ আগস্ট গুগল প্লে স্টোরে প্রকাশ করা অ্যাপটি নামিয়ে (ডাউনলোড করে) বিনা মূল্যে ব্যবহার করা যাবে।
নেক্সট স্টেপ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা জুবায়ের আহমেদ বলেন, অনেকেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) থাকা বিভিন্ন ওষুধের কার্যকারিতা সম্পর্কে জানতে গুগলে তথ্য খোঁজেন। অ্যাপটির মাধ্যমে স্বাস্থ্যবিষয়ক তথ্য জানার পাশাপাশি চাইলে চিকিৎসকদের ব্যবস্থাপত্রে থাকা বিভিন্ন ওষুধের ধরন ও কার্যকারিতা সম্পর্কেও জানা যায়। শিগগিরই আরও বেশ কিছু সুবিধা যুক্ত করে অ্যাপটির নতুন সংস্করণ উন্মুক্ত করা হবে। এই ঠিকানা থেকে অ্যাপটি নামিয়ে ব্যবহার করা যাবে।