নতুন আইফোন হাতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক
নতুন আইফোন হাতে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক

নতুন আইফোনসহ যেসব পণ্যের ঘোষণা দিল অ্যাপল

বাজার বিশ্লেষকদের ধারণাকে সত্যি করে ‘ওয়ান্ডারলাস্ট’ অনুষ্ঠানে নতুন আইফোনসহ নানা পণ্য ও প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এ অনুষ্ঠানে আইফোন ১৫ সিরিজের চারটি আইফোন আনার ঘোষণা দেয় প্রযুক্তি প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুকের নেতৃত্বে শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন প্রযুক্তি ও পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া উল্লেখযোগ্য পণ্য ও সেবাগুলো দেখে নেওয়া যাক—

নতুন আইফোন দেখছেন দর্শনার্থীরা

ইউএসবি সি পোর্টযুক্ত আইফোন

ইউরোপীয় ইউনিয়নের নীতিমালা মেনে অ্যাপল যন্ত্রে ইউএসবি সি পোর্ট যুক্তের কথা কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। আর তাই এবার লাইটনিং কানেক্টরের বদলে ইউএসবি সি পোর্ট সুবিধার আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো এবং ১৫ প্রো ম্যাক্স মডেলের চারটি আইফোন এনেছে অ্যাপল। ৬ দশমিক ১ ইঞ্চি এবং ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার ফোন দুটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের দাম ধরা হয়েছে যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ মার্কিন ডলার।

টাইটেনিয়াম বডি ও অ্যাকশন বাটনযুক্ত করা হয়েছে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে। অ্যাপলের দাবি, এই ফোন দুটি এখন পর্যন্ত তাদের তৈরি সব থেকে শক্তিশালী ফোন। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৫ প্রোর দাম ধরা হয়েছে ৯৯৯ মার্কিন ডলার। আর ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৫ প্রো ম্যাক্সের দাম ধরা হয়েছে ১ হাজার ১৯৯ মার্কিন ডলার। ফোন দুটিতে ব্যবহার করা হয়েছে এ১৭ চিপসেট। আইফোন ১৫ প্রোতে ১০জিবিপিএস গতিতে ফাইল বিনিময় করা যাবে। আইফোনগুলো বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে।

নতুন স্মার্টঘড়ি এনেছে অ্যাপল

ডাবল ট্যাপ সুবিধাসহ অ্যাপল ওয়াচ সিরিজ ৯

ডাবল ট্যাপ সুবিধাসহ অ্যাপল ওয়াচ সিরিজ ৯ আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। নতুন সিরিজের স্মার্ট ঘড়িতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের চিপ এস ৯। ওয়াচ ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলা ঘড়িটিতে ভার্চ্যুয়াল সহকারী সিরি ব্যবহারের পাশাপাশি ফোনকল গ্রহণ বা বাতিল করা যাবে। চাইলে আইফোনে চালু থাকা গানও পরিবর্তন করা যাবে। একবার চার্জে টানা ১৮ ঘণ্টা ব্যবহার উপযোগী ঘড়িটিতে অ্যাপল সিরিজ ৮–এর চেয়ে দ্বিগুণ উজ্জ্বলতা পাওয়া যাবে। ওয়াচ সিরিজ ৯ স্মার্ট ঘড়ির দাম শুরু হবে ৩৯৯ মার্কিন ডলার থেকে। ২২ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

অ্যাপল ওয়াচ আলট্রা টু

অ্যাপল ওয়াচ আলট্রা টু

প্রথম প্রজন্মের অ্যাপল ওয়াচ আলট্রার মতো একই নকশায় এসেছে অ্যাপলের ‘হাই এন্ড’ স্মার্ট ঘড়ি অ্যাপল ওয়াচ আলট্রা টু। সিরিজ ৯–এর মতো এই স্মার্ট ঘড়িতেও ব্যবহার করা হয়েছে এস ৯ চিপ। এ ছাড়া সিরিজ ৯–এর মতো ঘড়িটিতে সিপিইউতে চার কোরের নিউরাল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ভার্চ্যুয়াল সহকারী সিরির সুবিধাসহ রয়েছে লোকেশন ট্র্যাকিং সুবিধাও। ৩ হাজার নিটস রেটিংয়ের ডিসপ্লে রয়েছে এই স্মার্ট ঘড়িতে। ফলে এটিই এখন পর্যন্ত অ্যাপলের স্মার্ট ঘড়ির সবচেয়ে উজ্জ্বলতম ডিসপ্লে। একবার চার্জে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ৭২ ঘণ্টা। ঘড়িটির কেসের ৯৫ শতাংশ তৈরি হয়েছে রিসাইকল টাইটানিয়াম দিয়ে। ওয়াচ ওএস অপারেটিং সিস্টেমে চলা এ ঘড়ির দাম ধরা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার। বাজারে পাওয়া যাবে ২২ সেপ্টেম্বর থেকে।

এয়ারপডস প্রোর ইউএসবি সি চার্জিং কেস

লাইটনিং চার্জিং পোর্টের বদলে এয়ারপডস প্রোর চার্জিং কেস পাওয়া যাবে ইউএসবি সিতে। ফলে আইফোন ১৫ ও এয়ারপডস একই কেব্‌ল দিয়ে চার্জ করতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে আইফোন থেকে সরাসরি এয়ারপডস চার্জ দেওয়া যাবে। এ ছাড়া এয়ারপডস প্রোতে খুব শিগগির অ্যাডাপটিভ অডিও ও কনভারসেশন অ্যাওয়ারনেসের মতো সুবিধা যুক্ত করা হবে।

ওয়াচ ওএস ১০

১৮ সেপ্টেম্বর থেকে ওয়াচ ওএস ১০ ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। ওয়াচ সিরিজ ৯ ও অ্যাপল ওয়াচ আলট্রা টু এই অপারেটিং সিস্টেমে চলবে। এই অপারেটিং সিস্টেমে সিরির মাধ্যমে হেলথ অ্যাপ থেকে বিভিন্ন তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা। এই অপারেটিং সিস্টেমের উইজেট নিজের মতো করে সাজানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা।