ইউটিউবে কি-বোর্ডের শর্টকাট ব্যবহার করা যায়
ইউটিউবে কি-বোর্ডের শর্টকাট ব্যবহার করা যায়

ইউটিউবের জন্য কি-বোর্ডের ৭ শর্টকাট

কম্পিউটার বা ল্যাপটপে দীর্ঘ সময় ধরে ইউটিউব ব্যবহার করেন অনেকেই। কি-বোর্ডের বেশ কিছু শর্টকাট পদ্ধতি জানা থাকলে সহজে ইউটিউব ব্যবহার করা যায়। কি-বোর্ডের শর্টকাট কিগুলোর ব্যবহার দেখে নেওয়া যাক—

  • স্পেসবার বা ‘কে’ বাটন চেপে ভিডিও সাময়িকভাবে থামানো এবং চালু করা যাবে। এই কিগুলোর যেকোনো একটি চেপে ধরে থাকলে ভিডিও স্বাভাবিকের চেয়ে ধীরে দেখা যাবে।

  • ‘জিরো’ বাটন চাপলে চালু থাকা ভিডিও শুরু থেকে দেখা যাবে।

  • ‘এন্ড’ বাটনে চাপলে চালু থাকা ভিডিও শেষ হবে। ফলে পরবর্তী ভিডিও সহজে দেখার সুযোগ মিলবে।

  • ডান বা বাঁয়ের তীর চিহ্ন লেখা বাটন চাপলে চালু থাকা ভিডিও পাঁচ সেকেন্ড সামনে বা পেছন থেকে দেখা যাবে।

  • ‘জে’ এবং ‘এল’ বাটন চাপলে চালু থাকা ভিডিও ১০ সেকেন্ড সামনে বা পেছন থেকে দেখা যাবে।

  • এফ বাটন চাপলে চালু থাকা ভিডিও পুরো পর্দাজুড়ে দেখা যাবে।

  • এম বাটন চাপলে চালু থাকা ভিডিওর শব্দ বন্ধ হবে।