ইনস্টাগ্রামের ব্রডকাস্ট চ্যানেলস
ইনস্টাগ্রামের ব্রডকাস্ট চ্যানেলস

ইনস্টাগ্রামে ব্রডকাস্ট চ্যানেলস চালু, যে সুবিধা পাওয়া যাবে

বেশ কয়েক মাস ধরে নির্দিষ্টসংখ্যক কনটেন্ট নির্মাতাদের পরীক্ষামূলকভাবে ব্যবহারের সুযোগ দেওয়ার পর এবার আনুষ্ঠানিকভাবে ‘ব্রডকাস্ট চ্যানেলস’ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে যেকোনো কনটেন্ট নির্মাতা সরাসরি নিজেদের অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি ও অডিও ক্লিপ পাঠাতে পারবেন। চাইলে নির্দিষ্ট বিষয়ে জরিপও করতে পারবেন।

জানা গেছে, ব্রডকাস্ট চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি অন্য কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনাও করা যাবে। ফলে সরাসরি অনুসরণকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য বা পরিকল্পনা সম্পর্কে জানানোর পাশাপাশি অন্য কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা যাবে।

ইনস্টাগ্রামের তথ্যমতে, কনটেন্ট নির্মাতারা ব্রডকাস্ট চ্যানেলস সুবিধা চালু করলেই অনুসরণকারীরা চ্যানেলটিতে যোগ দেওয়ার জন্য একটি বার্তা পাবেন। চ্যানেলে যোগ দেওয়ার পর কনটেন্ট নির্মাতারা কোনো পোস্ট করলেই তা দেখতে পারবেন তাঁরা। ফলে নিয়মিত পছন্দের কনটেন্ট নির্মাতাদের হালনাগাদ তথ্য বা পোস্ট দেখা যাবে। ফলে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কনটেন্ট নির্মাতা ও অনুসরণকারীদের মধ্যকার দূরত্ব কমে আসবে বলে ধারণা করা হচ্ছ।

অনুসরণকারীরা চাইলে কনটেন্ট নির্মাতাদের চ্যানেলের নোটিফিকেশন মিউট বা নিঃশব্দ করে রাখতে পারবেন। শুধু তা-ই নয়, পছন্দ না হলে যেকোনো সময় চ্যানেল থেকে বেরও হয়ে আসতে পারবেন। পর্যায়ক্রমে সব দেশে ব্রডকাস্ট চ্যানেলস সুবিধা ব্যবহারের সুযোগ মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া