বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সম্মেলন ‘ওয়েব সামিট’। প্রতিবছর প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও শীর্ষ প্রতিষ্ঠানগুলো এ সম্মেলনে অংশ নিয়ে নিজেদের বিভিন্ন হালনাগাদ প্রযুক্তি প্রদর্শন করে। আগামী ১৩ নভেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে এ সম্মেলন শুরু হবে, চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শুরুর ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছেন ওয়েব সামিটের সহপ্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ।
১৩ অক্টোবর এক্সে (সাবেক টুইটার) ইসরায়েলের সমালোচনা করে একটি পোস্ট দেন প্যাডি কসগ্রেভ। পোস্টে ইসরায়েলবিরোধী বক্তব্য থাকায় প্যাডি কসগ্রেভের ওপর ক্ষুব্ধ হয়ে ওয়েব সামিট বয়কটের ঘোষণা দেয় গুগল, ইন্টেল, সিমেন্স, মেটাসহ বেশ কিছূ প্রযুক্তি প্রতিষ্ঠান। ধারণা করা হচ্ছে, শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সম্মেলন বয়কটের ঘোষণার কারণেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্যাডি কসগ্রেভ।
ওয়েব সামিটের সহপ্রতিষ্ঠাতা প্যাডি কসগ্রেভ একজন আইরিশ উদ্যোক্তাও। তিনি এক্সে লিখেছিলেন, ‘অনেক পশ্চিমা নেতা ও সরকারের কার্যক্রম এবং বক্তব্যে মর্মাহত। যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধই, এমনকি তা মিত্ররা করলেও।’
তাঁর এ বার্তার পরপরই বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান ক্ষুব্ধ হয়ে ওয়েব সামিট বয়কটের ঘোষণা দেয়। সমস্যা সমাধানে দ্রুত নিজের মতামতের জন্য ক্ষমা চেয়ে বিবৃতিও দেন প্যাডি কসগ্রেভ। তবে এরপরও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত পরিবর্তন না করায় ওয়েব সামিট থেকে পদত্যাগ করেন তিনি।
প্যাডি কসগ্রেভ পদত্যাগ করার পর ওয়েব সামিট কর্তৃপক্ষ জানিয়েছে, সম্মেলন নির্ধারিত সময়েই হবে। এ জন্য দ্রুত নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এবারের সম্মেলনে ২ হাজার ৩০০ উদ্যোক্তা এবং প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৭০ হাজারের বেশি মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: গ্যাজেটস নাউ