আইওএস ১৮
আইওএস ১৮

নতুন আইফোনে থাকবে আইওএস ১৮, আপনার আইফোনে ব্যবহার করা যাবে তো

আজ সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোর অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে অ্যাপল। ‘ইটস গ্লো টাইম’ নামের এ অনুষ্ঠান আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। অনুষ্ঠানে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে চলা আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলের আইফোনের ঘোষণা দিতে পারে অ্যাপল।

আজকের অনুষ্ঠানে নতুন মডেলের আইফোন, অ্যাপল ওয়াচ ১০ সিরিজসহ এয়ারপডস ৪-এর ঘোষণা দেওয়ার হলেও বরাবরের মতো কিছুদিন পর আইওএস ১৮ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করা হবে। অ্যাপলের তথ্যমতে, নতুন আইফোনের পাশাপাশি পুরোনো বেশ কয়েকটি মডেলের আইফোনে আইওএস ১৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।

আইওএস ১৮ অপারেটিং সিস্টেম যেসব মডেলের আইফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১৩ মিনি, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স, আইফোন ১২, আইফোন ১২ মিনি, আইফোন ১২ প্রো, আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১১, আইফোন ১১ প্রো, আইফোন ১১ প্রো ম্যাক্স, আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স, আইফোন এক্স আর ও আইফোন এসই (দ্বিতীয় প্রজন্ম থেকে পরবর্তী সংস্করণ)।

আইফোনের মডেলের তথ্য জানবেন যেভাবে

পুরোনো আইফোন ব্যবহারকারীদের অনেকেই নিজেদের আইফোনের মডেলের তথ্য জানেন না। কেউ আবার পুরোনো আইফোন কেনার পরিকল্পনা করছেন। তাই পুরোনো আইফোন কেনার আগে সেটিতে নতুন আইওএস ব্যবহার করা যাবে কি না, সে বিষয়ে জানতে হবে। আইফোনের মডেল সম্পর্কে জানার জন্য প্রথমে সেটিংসে প্রবেশ করে জেনারেল অপশনে ট্যাপ করতে হবে। এরপর অ্যাবাউট অপশনে ক্লিক করলেই আইফোনের মডেল ও ব্যবহৃত আইওএস সংস্করণের তথ্য দেখা যাবে।
সূত্র: এনগেজেট