এমআইটি টিএক্স-০ নামের ট্রানজিস্টরভিত্তিক পরীক্ষামূলক কম্পিউটার শেষবারের মতো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মার্লবোরো কম্পিউটার জাদুঘরে চালু করা হয়।
১৩ নভেম্বর ১৯৮৩
শেষবারের মতো চালু হলো এমআইটি টিএক্স-০
এমআইটি টিএক্স-০ নামের ট্রানজিস্টরভিত্তিক পরীক্ষামূলক কম্পিউটার শেষবারের মতো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের মার্লবোরো কম্পিউটার জাদুঘরে চালু করা হয়। নতুন করে চালু করানোর ক্ষেত্রে এমআইটির নিবেদিতপ্রাণ টেকনিশিয়ান জন ম্যাককেনজি, কম্পিউটারের দায়িত্ব থাকা অধ্যাপক জ্যাক ডেনিস ও কয়েকজন ব্যবহারকারীর অবদান ছিল।
টিএক্স-০ ১৯৫৫ সালে লিংকন ল্যাবরেটরিতে নির্মিত হয়, ১৯৫৬ সালে এটি এমআইটিতে (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) আনা হয়। এমআইটি দুই বছরের মধ্যে একে অচল হিসেবে গণ্য করে। এরপর ১৯৮৩ সালে শেষবারের মতো এটি চালু হয়। টিএক্স-০ যন্ত্রটিকে ট্রানজিস্টর দিয়ে নকশা করা প্রথমদিককার একটি কম্পিউটার হিসেবে গণ্য করা হয়।
১৩ নভেম্বর ১৯৬৪
পল গ্রাহামের জন্ম
ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী, প্রবন্ধকার, উদ্যোক্তা ও লেখক পল গ্রাহাম ইংল্যান্ডের ডরসেটে জন্মগ্রহণ করেন। এলআইএসপি প্রোগ্রামিং ভাষা নিয়ে তাঁর কাজ, ভায়াওয়েব (পরিবর্তিত নাম ইয়াহু স্টোর) স্টার্টআপ, ওয়াই কম্পিনেশনের জন্য পল গ্রাহাম বেশি পরিচিত। তিনি করনেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এলআইএসপি বা লিস্প হলো লিস্ট প্রসেসরের সংক্ষিপ্তরূপ। এটি উচ্চ স্তরের একটি প্রোগ্রামিং ভাষা। ১৯৫৮ সালে জন ম্যাকার্থি লিস্প সৃষ্টি করেন। অনেক পরে পল গ্রাহাম লিস্পের বিভিন্ন উন্নয়ন ঘটান। লিস্প হলো ফোরট্র্যানের পর পৃথিবীর দ্বিতীয় প্রোগ্রামিং ভাষা, যা এখনো চলছে। ফোরট্র্যানের এক বছর পর তৈরি হয়েছিল লিস্প। লিস্প ১৯৫৮ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গবেষণায় ব্যবহৃত হয়। এখনো একে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হচ্ছে।
পল গ্রাহাম লিস্প ঘরানার আর্ক প্রোগ্রামিং ভাষা তৈরি করেছেন। তিনি ভায়াওয়েব, ওয়াই কম্বিনেটরের সহপ্রতিষ্ঠাতা। তাঁর লেখা উল্লেখযোগ্য বই হলো হ্যাকারস অ্যান্ড পেইন্টারস (২০০৪), অ্যানসি কমন লিস্প (১৯৯৫) ও অন লিস্প (১৯৯৩)। বিজনেস উইক সাময়িকী ২০০৮ সালে পল গ্রাহামকে ওয়েবে সবচেয়ে প্রভাবশালী ২৫ জনের একজন হিসেবে স্বীকৃতি দেয়।