ছয় গেমের ম্যাচে প্রথম খেলাতেই দাবায় তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দেয় আইবিএমের তৈরি সুপারকম্পিউটার ডিপ ব্লু।
১০ ফেব্রুয়ারি ১৯৯৬
দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন কাসপারভকে হারাল ডিপ ব্লু কম্পিউটার
ছয় গেমের ম্যাচে প্রথম খেলাতেই দাবায় তৎকালীন বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে হারিয়ে দেয় আইবিএমের তৈরি সুপারকম্পিউটার ডিপ ব্লু। এর আগে কোনো কম্পিউটার বিশ্ব চ্যাম্পিয়ন কোনো দাবাড়ুকে হারাতে পারেনি। যন্ত্রের কাছে কাসপারভের এটাই ছিল প্রথম পরাজয়। যদিও ছয় গেমের ম্যাচে ৪–২ ব্যবধানে বিজয়ী হন গ্যারি কাসপারভই। পরের বছর একটি ম্যাচে ক্যাসপারভ হেরে যান ডিপ ব্লুর কাছে।
১০ ফেব্রুয়ারি ১৮৮৩
যুক্তরাষ্ট্রের প্রথম নারী তড়িৎ প্রকৌশলী এডিথ ক্লার্কের জন্ম
যুক্তরাষ্ট্রের প্রথম নারী পেশাজীবী তড়িৎ প্রকৌশলী এডিথ ক্লার্ক জন্মগ্রহণ করেন। যুক্তরাস্ট্রে তড়িৎ প্রকৌশল বিষয়ের প্রথম নারী অধ্যাপকও এডিথ। তিনি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে অধ্যাপনা করতেন। আবার এডিথই প্রথম নারী, যিনি আমেরিকান ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সে নিবন্ধ পড়ার কৃতিত্ব অর্জন করেন। একই সংস্থার প্রথম নারী ফেলোও তিনি।
স্নাতক ডিগ্রিধারী মার্কিন প্রকৌশলীদের অন্যতম প্রাচীন সংগঠন টাও বেটা পাই অ্যাসোসিয়েশনও এডিথের পেশাদারি কাজের স্বীকৃতি দিয়েছে। এডিথের বিশেষায়িত ক্ষেত্র ছিল বৈদ্যুতিক শক্তি ব্যবস্থার বিশ্লেষণ। তিনি এ–সি শক্তি ব্যবস্থার সার্কিট বিশ্লেষণ লিখেছিলেন। ক্লার্ক ক্যালকুলটের নামে ছবিভিত্তিক একটি সরল গণনাযন্ত্রের উদ্ভাবক এডিথ ক্লার্ক। ক্লার্ক ক্যালকুলেটর দিয়ে বিদ্যুৎপ্রবাহ, ভোল্টেজ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্রতিবন্ধকতা সহজে পরিমাপ করা যেত। ১৯৫৯ সালের ২৯ অক্টোবর এডিথ ক্লার্ক মারা যান।
১০ ফেব্রুয়ারি ১৯৪৮
এসএসইসি তৈরির উদ্যোগ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জলবায়ুর পরিবর্তন উপভোগ করতে করতে আইবিএমের টমাস ওয়াটসন সিনিয়র তাঁর প্রতিষ্ঠানের সদর দপ্তরে হার্ভার্ড অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলটেরের (এএসসিসি) মতো একটি যন্ত্র তৈরির নির্দেশনা দেন। যাতে সেই যন্ত্র সাধারণ ব্যবসাপ্রতিষ্ঠানের কাজে লাগানো যায়। এ নির্দেশনায় ১৯৪৮ সালের ২৭ জানুয়ারি তৈরি হলো সিলেকটিভ সিকোয়েন্স কন্ট্রোলড ক্যালকুলেটর (এসএসইসি)। এই গণনাযন্ত্রে ২১ হাজার ৪০০ রিলে এবং ১২ হাজার ৫০০ ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হয়েছিল।
১০ ফেব্রুয়ারি ২০১০
গুগল ফাইবার চালু
ফাইবার অপটিক তারভিত্তিক উচ্চগতির (ব্রডব্যান্ড) ইন্টারনেট সংযোগ, আইপিটিভি সংযোগ দিতে গুগল ফাইবার (জিফাইবার) ইনকরপোরেটেড নামে প্রতিষ্ঠান চালু করে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। ২০১৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ৬৮ হাজার ৭১৫ টেলিভিশন সংযোগ গ্রাহক এবং আনুমানিক ৪ লাখ ৫৩ হাজার ব্রডব্যান্ড গ্রাহক পান গুগল ফাইবার।
গুগল ফাইবার সংযোগ প্রথমে দেওয়া হয় ক্যানসাস সিটি মেট্রোপলিটন এলাকায়। প্রথম তিন বছর এই এলাকাতেই ছিল গুগল ফাইবারের কার্যক্রম। ২০১৩ সালের এপ্রিলে টেক্সাসের অস্টিন ও ইউটাহের প্রোভোতে কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেয় গুগল ফাইবার। ২০১৪ ও ২০১৫ সালে আটলান্টা, শার্লট, রিসার্চ ট্রায়াঙ্গল, ন্যাশভিল, সল্ট সিটি ও সান অ্যান্টোনিওতে সম্প্রসারিত হয় গুগল ফাইবার। ২০২২ সালে আরও কয়েকটি অঙ্গরাজ্যে উচ্চগতির ইন্টারনেট সংযোগ চালুর ঘোষণা দেয় গুগল ফাইবার। ২০২৩ সালের অক্টোবরে গুগল ফাইবারের নাম বদলে রাখা হয় জিফাইবার। অদূর ভবিষ্যতে ২০ জিবির ইন্টারনেট সংযোগ ও ওয়াই–ফাই ৭ যন্ত্রপাতি সরবরাহের পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি।