স্টিভ জবস
স্টিভ জবস

প্রযুক্তির এই দিনে: ১৬ সেপ্টেম্বর

অ্যাপল ছাড়লেন স্টিভ জবস

অ্যাপল কম্পিউটারের পরিচালনা পর্ষদ ও পরবর্তী সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জন স্কালির সঙ্গে দীর্ঘ ক্ষমতার দ্বন্দ্বের পর ১৯৮৫ সালে অ্যাপল ছেড়ে দেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভেন পল জবস (স্টিভ জবস)।

১৬ সেপ্টেম্বর ১৯৮৫
অ্যাপল ছাড়লেন স্টিভ জবস
অ্যাপল কম্পিউটারের পরিচালনা পর্ষদ ও পরবর্তী সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জন স্কালির সঙ্গে দীর্ঘ ক্ষমতার দ্বন্দ্বের পর ১৯৮৫ সালে অ্যাপল ছেড়ে দেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভেন পল জবস (স্টিভ জবস)। একই বছর কয়েকজন অ্যাপল কর্মীকে নিয়ে জবস নেক্সট প্রতিষ্ঠা করেন। উচ্চশিক্ষা ও ব্যবসা খাতের জন্য বিশেষায়িত কম্পিউটার তৈরি ছিল নেক্সটের কাজ। পৃথিবীর প্রথম ওয়েবসাইট প্রকাশ ও সাইটটি রাখার (হোস্টিং) সার্ভার হিসেবেও স্টিভ জবসের নকশা করা নেক্সট কম্পিউটার ব্যবহৃত হয়েছিল।

বন্ধু স্টিভ ওজনিয়াকের সঙ্গে স্টিভ জবস (ডানে)। দুজনে মিলে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপল

এক যুগ পরে আবার অ্যাপলে
১৯৯৬ সালের ডিসেম্বর ৪০ কোটি মার্কিন ডলারে অ্যাপলের কাছে নেক্সট বিক্রি করে দেন স্টিভ জবস। অ্যাপল ছাড়ার ঠিক ১২ বছর পর ১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর আবারও অ্যাপলে যোগ দেন জবস। সেই সময়ে অ্যাপলের সিইও ছিলেন গিল অ্যামেলিও। সে বছরই অ্যাপল রাজস্ব আয়ের দিক থেকে সবচেয়ে বাজে প্রান্তিক পার করে। গিল অ্যামেলিও অ্যাপল ছেড়ে যাওয়ার পর স্টিভ জবস নতুন করে হাল ধরেন।

১৬ সেপ্টেম্বর ১৯৯৭
উন্নত ওয়েব টিভি নিয়ে আসে মাইক্রোসফট
সাড়ে ৪২ কোটি মার্কিন ডলারে সিলিকন ভ্যালির একটি স্টার্টআপ কেনার পরে ওয়েব টিভির উন্নততর সংস্করণ বাজারে আনে মাইক্রোসফট করপোরেশন। এই ক্রয়ের কারণে মাইক্রোসফট ওয়েব টিভির সঙ্গে ইন্টারনেট, বিশেষ করে তাদের ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজারকে সমন্বয় করে। কারণ, তখন মার্কিন পরিবারগুলোয় পারসোনাল কম্পিউটারের চেয়ে টেলিভিশনের সংখ্যা অনেক বেশি ছিল। তাই মাইক্রোসফটের লক্ষ্য ছিল টেলিভিশনেই ওয়েবসাইট দেখার সুবিধা যোগ করে দেওয়া, যাতে অনলাইন কেনাকাটাও সহজে সারা যায়। ওয়েব টিভির ফলে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও নাটকীয় হারে বেড়েছিল।