ড্যানিয়েল এক
ড্যানিয়েল এক

স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল একের জন্ম

২১ ফেব্রুয়ারি ১৯৮৩

সুইডিশ প্রযুক্তিবিদ, উদ্যোক্তা স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল এক সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। এক ১৯৯৭ সালে মাত্র ১৪ বছর বয়সে স্পটিফাই প্রতিষ্ঠা করেছিলেন।

২১ ফেব্রুয়ারি ১৯৯৬

কম্পিউটারে বিশেষ আবহ তৈরির প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনের এক-তৃতীয়াংশ কিনে নেয়ে কক্স এন্টারপ্রাইজেস।

২১ ফেব্রুয়ারি ১৯৮৩
স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ড্যানিয়েল একের জন্ম
সুইডিশ প্রযুক্তিবিদ, উদ্যোক্তা, ডিজিটাল গান শোনার জনপ্রিয় মাধ্যম স্পটিফাইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড্যানিয়েল এক সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। এক ১৯৯৭ সালে মাত্র ১৪ বছর বয়সে স্পটিফাই প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিজ্ঞাপনী সংস্থা অ্যাডভার্টিগোও প্রতিষ্ঠা করেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বিটটরেন্ট ক্লায়েন্ট সার্ভার টরেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন ড্যানিয়েল এক। ২০১৭ সালে বিলবোর্ড ড্যানিয়েল এককে বিশ্বের সংগীত–শিল্পজগতের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়।

কম্পিউটারে বিশেষ আবহ তৈরির প্রতিষ্ঠান ছিল ডিজিটাল ডোমেইন

২১ ফেব্রুয়ারি ১৯৯৬
কক্স এন্টারপ্রাইজেস ডিজিটাল ডোমেইন কিনে নেয়
কম্পিউটারে বিশেষ আবহ তৈরির প্রতিষ্ঠান ডিজিটাল ডোমেইনের এক-তৃতীয়াংশ কিনে নেয়ে কক্স এন্টারপ্রাইজেস। এর উদ্দেশ্য ছিল গণমাধ্যমে বিশেষ আবহের (স্পেশাল এফেক্ট) ব্যবহার বাড়ানো। কেনাবেচার এই চুক্তি নানা ধরনের কম্পিউটার, সফটওয়্যার, বিনোদন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের একটি অভিন্ন উদ্দেশ্যে যাত্রা বলে মন্তব্য করেছিল মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস।