ব্রাউজারে বাড়তি সুবিধা পেতে অনেকেই এক বা একাধিক এক্সটেনশন ব্যবহার করেন। আর তাই বিভিন্ন কাজের প্রলোভনে ম্যালওয়্যারযুক্ত ব্রাউজার এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের অবস্থানের তথ্যসহ বিভিন্ন তথ্য চুরি করছে হ্যাকাররা। এমনই এক ঘটনার সন্ধান পেয়েছে অ্যান্টিভাইরাস নির্মাতা ম্যাকাফি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রোম ব্রাউজারের পাঁচটি ব্রাউজার এক্সটেনশন গোপনে ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম ও অবস্থানের তথ্য সংগ্রহ করছিল।
ব্যবহারকারীদের তথ্য চুরি করা ব্রাউজার এক্সটেনশনগুলো হলো নেটফ্লিক্স পার্টি, নেটফ্লিক্স পার্টি ২, ফ্লিপশপ–প্রাইস ট্র্যাকার এক্সটেনশন, ফুল পেজ স্ক্রিনশট ক্যাপচার–স্ক্রিনশটিং এবং অটোবাই ফ্ল্যাশ সেলস। বিষয়টি জানতে পেরে এরই মধ্যে ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনগুলো মুছে ফেলেছে গুগল। তবে মুছে ফেলার আগে বিশ্বজুড়ে ১৪ লাখবারের বেশি ডাউনলোড করা হয়েছে এক্সটেনশনগুলো।
ম্যালওয়্যারযুক্ত এক্সটেনশনগুলো ব্রাউজারের সব কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে থাকে। আর তাই নিজেদের যন্ত্র থেকে ব্রাউজার এক্সটেনশনগুলো মুছে ফেলতে ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
সূত্র: পিসিওয়ার্ল্ড