গত সেপ্টেম্বর মাসে অ্যান্ড্রয়েড ৪.১ থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ৪.৪ (কিটক্যাট) থেকেও সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বার্তা, ছবি বা ভিডিও আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপটি। নতুন এ সিদ্ধান্তের ফলে অ্যান্ড্রয়েড ৫ (ললিপপ)–এর আগের কোনো সংস্করণে হোয়াটসঅ্যাপের হালনাগাদ নিরাপত্তা ও প্রযুক্তিসুবিধা পাওয়া যাবে না।
ব্যবহারকারীদের নিরাপদ রাখার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তিসুবিধা যুক্ত করে নিয়মিত হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে থাকে হোয়াটসঅ্যাপ। নতুন এ সিদ্ধান্তের ফলে সমর্থন প্রত্যাহার করা অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলোতে সাইবার হামলাসহ বিভিন্ন কারিগরি ত্রুটির মুখোমুখি হতে হবে ব্যবহারকারীদের।
হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন সংস্করণগুলোতে যুক্ত হওয়া বিভিন্ন প্রযুক্তি পুরোনো সংস্করণের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনগুলো সমর্থন করে না। তাই ফোনের অপারেটিং সিস্টেম হালনাগাদ করে হোয়াটসঅ্যাপের নতুন নিরাপত্তা ও প্রযুক্তিসুবিধা ব্যবহার করতে হবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ