ব্যবহারকারীদের আগ্রহ বুঝে বিভিন্ন পোস্ট বা ভিডিও দেখিয়ে থাকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবও এমনটি করে থাকে। তবে বিভিন্ন সংবাদভিত্তিক বিভিন্ন অ্যাপে ইচ্ছা না থাকলেও অপ্রিয় বিভিন্ন সংবাদ চোখের সামনে চলে আসে। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) সংবাদভিত্তিক অ্যাপ ‘আর্টিফ্যাক্ট’ চালু করেছেন ইনস্টাগ্রামের দুই সহপ্রতিষ্ঠাতা কেভিন সিসট্রম ও মাইক ক্রিগার।
আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা অ্যাপটি ব্যবহারকারীরা কোন বিষয়ের সংবাদ বেশি পড়ছেন, তা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করবে। এরপর ব্যবহারকারীদের আগ্রহ বুঝে অ্যাপের নিউজ ফিডে একই ধরনের সংবাদ প্রদর্শন করবে; অর্থাৎ খেলার সংবাদ জানতে আগ্রহীরা অ্যাপটির নিউজ ফিডে শুধু খেলার সংবাদ দেখতে পারবেন। তবে চাইলেই অন্য বিষয়ের সংবাদও পড়া যাবে অ্যাপটিতে।
আর্টিফ্যাক্ট অ্যাপটিতে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন পত্রিকার সংবাদ পড়া যাবে। শুধু তা–ই নয়, পছন্দের সংবাদের লিংক পরিচিতদের কাছে পাঠানোও যাবে। তবে চাইলেই ব্যবহার করা যাবে না অ্যাপটি, নিবন্ধন করা ব্যক্তিরাই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন।
সূত্র: সিনেট