অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম

অ্যান্ড্রয়েডে বিং চ্যাটের উইজেট যেভাবে ব্যবহার করবেন

সম্প্রতি এক ঘোষণায়, অ্যান্ড্রয়েডে বিং চ্যাট উইজেট চালুর ঘোষণা দেয় মাইক্রোসফট। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাঁদের ফোনের হোমস্ক্রিন থেকেই বিং চ্যাট ব্যবহারের সুযোগ পাবেন।

যা করতে হবে

প্রথমে ফোন থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে। তারপর Bing: Chat with AI & GPT-4 বা এই ওয়েব ঠিকানা (https://play.google.com/store/apps/details?id=com.microsoft.bing&hl=en&gl=US) থেকে বিং চ্যাট ইনস্টল করতে হবে।
এরপর ওপেন বাটনে ট্যাপ করে অ্যাপটি চালু করুন। অ্যাপ মিনিমাইজ করে ফোনের হোমস্ক্রিনে যেতে হবে। ফোনের পর্দার যেকোনো অংশে চাপ দিয়ে ধরে রেখে হোম কাস্টমাইজেশন মেনু চালু করুন। সেখানে থাকা উইজেটস নির্বাচন করতে হবে। উইজেট পর্দায় বিং অ্যাপ দেখা যাবে। সেটিতে ট্যাপ করে যেকোনো একটি ‘সার্চ অ্যান্ড চ্যাট’ চেপে ধরুন। এরপর হোমস্ক্রিনের কাঙ্ক্ষিত জায়গায় সেটিকে টেনে নিয়ে যেতে হবে।

এবার উইজেটের বিং সার্চ চ্যাট আইকনে ট্যাপ করে বিং চ্যাট ইন্টারফেস চালু করা যাবে। এরপর ক্রিয়েটিভ, ব্যালান্সড বা প্রিসাইজ যেকোনো একটি কথোপকথনের স্টাইল নির্বাচন করে কাঙ্ক্ষিত জিজ্ঞাসা লেখা যাবে। বিং চ্যাটের উইজেটে থাকা ভিউ ফাইন্ডার আইকনে ট্যাপ করে ক্যামেরা অনুমতি দেওয়ার পর ছবি তুলে বা গ্যালারিতে থাকা ছবি দিয়ে খোঁজ করা যাবে। মাইক্রোফোন আইকন ট্যাপ করে ‘আই আম লিসেনিং’ প্রদর্শিত হওয়ার পর কাঙ্ক্ষিত জিজ্ঞাসা মুখে বলা যাবে। বিং চ্যাট জিজ্ঞাসার প্রতিক্রিয়ায় কথা বলেই অনুসন্ধান ফলাফল বলবে এবং পর্দায় লিখেও দেখাবে।