ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় ‘অটোমেটিক সিকিউরিটি কোড’ ভেরিফিকেশন নামের সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীদের পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে বার্তা এন্ড টু এন্ড এনক্রিপটেড আকারে আদান–প্রদান করবে মেটার মালিকানাধীন অ্যাপটি।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ এ বেটা ইনফো জানিয়েছে, নতুন এই সুবিধার কার্যকারিতা পরখ করার জন্য অ্যান্ড্রয়েড ২.২৩.১৯.১৫ বেটা সংস্করণে অটোমেটিক সিকিউরিটি কোড যুক্ত করা হয়েছে। এর ফলে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর পরিচয় স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে বার্তা বা ছবি এনক্রিপশন শুরু করেছে হোয়াটসঅ্যাপ। শুধু তা–ই নয়, আদান-প্রদান করা বার্তা এনক্রিপশন করা হয়েছে কি না, তাও যাচাই করা হবে।
উল্লেখ্য, হোয়াটসঅ্যাপে বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশন পদ্ধতিতে পাঠানোর জন্য প্রতিবারই আলাদা কোড যুক্ত করা হয়। প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ‘কি ট্রান্সপারেন্সি’। নতুন এই সুবিধা চালু হলে কিউআর কোড স্ক্যানিং এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও সহজ হবে। এর ফলে ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা বর্তমানের তুলনায় আরও বাড়বে।
সূত্র: গ্যাজেটস নাউ