ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড
ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড

গ্যাজেটস

তারহীন চার্জার স্ট্যান্ড

একসঙ্গে স্মার্টফোন, স্মার্ট ঘড়ি ও এয়ারপড চার্জ করতে পারে তারহীন চার্জার স্ট্যান্ডটি। সিক্স ইন ওয়ান ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড নামের যন্ত্রটি তারিখ ও সময় দেখানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ে অ্যালার্ম বাজিয়ে ব্যবহারকারীদের সতর্কও করে থাকে। ফলে আলাদা করে ঘড়ি ব্যবহারের প্রয়োজন হয় না।

এমবিটের তৈরি তারহীন বা ওয়্যারলেস চার্জার স্ট্যান্ডটির ব্যবহারপদ্ধতিও বেশ সহজ। স্ট্যান্ডের ওপর স্মার্টফোন, স্মার্ট ঘড়ি বা এয়ারপড রেখে দিলেই চার্জ হতে থাকে। শুধু তা–ই নয়, চার্জের পরিমাণ স্ট্যান্ডের সামনে থাকা পর্দায় দেখাও যায়। ফলে ব্যবহারকারীরা দূর থেকেই চার্জের তথ্য জানতে পারেন। আইওএস ব্যবহারকারীদের জন্য তৈরি স্ট্যান্ডটির দাম প্রায় ৫০ মার্কিন ডলার বা ৪ হাজার ৮০০ টাকা।
সূত্র: ম্যাশেবল