মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্যামসাংয়ের কর্মকর্তারা।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্যামসাংয়ের কর্মকর্তারা।

‘বি সিরিজ’ টেলিভিশন আনল স্যামসাং

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে নিজেদের তৈরি অত্যাধুনিক ‘বি সিরিজ’ টেলিভিশন বাংলাদেশে এনেছে স্যামসাং। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্যামসাংয়ের অত্যাধুনিক প্রযুক্তি সুবিধার টেলিভিশনগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকসের পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘সামনেই বিশ্বকাপ ফুটবল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ দুটো আয়োজনের কথা মাথার রেখে নতুন টিভি সিরিজের একাধিক মডেল উন্মুক্ত করা হয়েছে। নতুন বি সিরিজের টেলিভিশনগুলোতে আমাদের উদ্ভাবনী ফিচারগুলো ব্যবহার করা হয়েছে, যা ক্রেতাদের টেলিভিশন দেখার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন মডেলে পাওয়া যাবে নতুন সিরিজের টেলিভিশনগুলো। মডেলগুলো হলো ৮৫ ইঞ্চির নিও কিউএলইডি ৮কে (কিউএন ৯০০ বি) , ৭৫ ইঞ্চির কিউএন ৮০০ বি, ৮৫ ইঞ্চির কিউএলইডি ৪কে টিভি মডেলের কিউ ৭০ বি এবং কিউ ৬০ বি, ৫৫ ইঞ্চির লাইফস্টাইল টিভি দ্য ফ্রেম ও দ্য সেরিফ এবং ডায়নামিক ক্রিস্টাল ইউএইচডি ৪কে মডেলের বিইউ ৮০০০।