বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার এইচপি ফ্রন্টিয়ার
বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার এইচপি ফ্রন্টিয়ার

পৃথিবীর দ্রুততম কম্পিউটারের র‍্যাম কত

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির কম্পিউটারটি হিউলেট প্যাকার্ড বা এইচপির তৈরি। এইচপি ফ্রন্টিয়ার। এটি সুপারকম্পিউটার ঘরানার। এই সুপারকম্পিউটার এখন রয়েছে যুক্তরাষ্ট্রের টেনেসিতে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে। কম্পিউটারের গতির মূলে থাকে র‍্যাম ( র‍্যান্ডম অ্যাকসেস মেমোরি)। দ্রুততম কম্পিউটার ফ্রন্টিয়ারে কী পরিমাণ র‍্যাম রয়েছে? উত্তরটা হলো ৪৮ লাখ ৪৯ হাজার ৬৬৪ গিগাবাইটের র‍্যাম রয়েছে এতে। পরবর্তী এককে এই পরিমাণ ৪৭ হাজার ৩৬০ টেরাবাইট। আমাদের বাসাবাড়ি বা অফিসের কম্পিউটারে এখন কমবেশি ৮ গিগাবাইট র‍্যাম ব্যবহার করা হয়। পাঠক এবার হয়তো একটা ধারণা পেতে পারেন দ্রুততম কম্পিউটারের গতিটা কেমন হতে পারে।

হিউলেট প্যাকার্ড এন্টারপ্রাইজ ফ্রন্টিয়ার বা ওএলসিএফ-৫ হলো বিশ্বের প্রথম এক্সাস্কেল সুপারকম্পিউটার। চলতি বছরই এটি প্রথম কাজ শুরু করে। ফ্রন্টিয়ার বিশ্বের প্রথম সুপারকম্পিউটার, যেটিতে প্রথম এএমডির সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) এবং জিপিইউ (গ্রাফিকস প্রসেসিং ইউনিট) ব্যবহার করা হয়েছে। ফ্রন্টিয়ার প্রতি সেকেন্ডে ১.১০২ এক্সা ফ্লপস কাজ করতে পারে।
সূত্র: কোরা ডাইজেস্ট