গ্যালাক্সি এ০৫
গ্যালাক্সি এ০৫

৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই ফোনে

বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে স্যামসাং। ৬.৭ ইঞ্চি হাই-ডেফিনেশন প্লাস (এইচডি‍+) পর্দার ‘গ্যালাক্সি এ০৫’ মডেলের ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্যামসাং বাংলাদেশ।

মিডিয়াটেক জি৮৫ প্রসেসরে চলা ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ‘অসাম’ সিরিজের এই স্মার্টফোনে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। ফলে ৩০ মিনিটে ফোনের ব্যাটারি ৪৮ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব। তাই ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হয় না।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটি দুটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। একটি সংস্করণে ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। অপর সংস্করণটিতে ৬ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে। তিনটি রঙে বাজারে আসা স্মার্টফোনটির দাম যথাক্রমে ১৭ হাজার ৫৯৯ টাকা ও ২২ হাজার ৪৯৯ টাকা।