গ্যাজেটস

মেটার ভিআর হেডসেট পরা জাকারবার্গের ছবি

মেটার ভিআর হেডসেট পরা মার্ক জাকারবার্গ
মেটার ভিআর হেডসেট পরা মার্ক জাকারবার্গ

নতুন ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) হেডসেট তৈরি করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সব কিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাসে অনুষ্ঠেয় কানেক্ট সম্মেলনে হেডসেটটি উন্মুক্ত করা হবে। এত দিন হেডসেটটির গড়ন কেমন হবে তা নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছিল জল্পনাকল্পনা।

গতকাল ফেসবুকে মেটার ভিআর হেডসেট পরে ছবি পোস্ট করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। তিনি লিখেছেন ‘১১ অক্টোবর মেটা কানেক্টে দেখা হবে।’

ফেসবুক পোস্টে হেডসেটটি পুরোপুরি দেখাননি জাকারবার্গ। তবে কালো রংয়ের হেডসেটটি চোখের অংশজুড়ে তৈরি করা হয়নি। ফলে ব্যবহারকারী চাইলে আশপাশের ছবিও দেখতে পারবেন।

ধারণা করা হচ্ছে, মেটা কুইস্ট প্রো নামে বাজারে আসতে পারে হেডসেটটি। বাজার বিশ্লেষকদের মতে, হেডসেটটি কিনতে গুনতে হবে কমপক্ষে ৪০০ মার্কিন ডলার বা ৩৮ হাজার ২০০ টাকা (প্রায়)।

সূত্র: ফেসবুক