বাংলাদেশের বাজারে নতুন ফোন আনতে যাচ্ছে ভিভো। ‘ওয়াই২৮’ মডেলের ফোনটিতে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। শুধু তা–ই নয়, ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জার থাকায় দ্রুত চার্জও করা যায়। সংস্করণ ভেদে ৬ ও ৮ গিগাবাইট র্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ২০ হাজার ৯৯৯ টাকা ও ২৫ হাজার ৯৯৯ টাকা। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভিভো বাংলাদেশ।
ফানটাচ ওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলা ৬ দশমিক ৬৮ ইঞ্চি এলসিডি পর্দার ফোনটির পেছনে রয়েছে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা সম্ভব। চাইলে বাড়তি ৬ ও ৮ গিগাবাইট র্যাম যোগ করে ব্যবহারও করা যায় ফোনটিতে।
চোখের সুরক্ষার জন্য ফোনটিতে রয়েছে সানলাইট আই প্রটেকশন প্রযুক্তি। তাই দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখের ওপর বাড়তি চাপ পড়বে না। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকায় সহজে বিভিন্ন তথ্য নিরাপদে রাখা যায়। ডুয়েল স্টেরিও স্পিকারযুক্ত ফোনটি কেনার জন্য ৯ জুলাই পর্যন্ত অগ্রিম ফরমাশ দেওয়া যাবে।