বড় দুর্ঘটনা ঘটলে অনেক সময় সহজে উদ্ধার অভিযান পরিচালনা করা যায় না। কিন্তু দেরি করলে প্রাণহানির আশঙ্কা বেড়ে যায়। ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজে অংশ নেন উদ্ধারকারীরা। এ সমস্যা সমাধানে উদ্ধারকারী রোবটের ব্যবহার বেড়েছে। উদ্ধারকাজে অংশ নিতে সক্ষম বেশ কয়েকটি রোবটের দেখা মিলেছে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত অ্যাডভান্সড রোবোটিক ক্যাপাবিলিটিজ ফর হ্যাজারডস এনভায়রনমেন্ট (এআরসিএইচই) প্রদর্শনীতে। রোবটগুলোর কার্যকারিতা দেখে নেওয়া যাক—
উদ্ধারকারী রোবটভবন ধসে পড়লে সেখানে উদ্ধারকারীরা সহজে প্রবেশ করতে পারেন না। আর তাই বাইরে থেকে জানা যায় না, ভেতরে কেউ বেঁচে আছেন কি না। ‘রোবোয়া’ নামের সাপের আদলে তৈরি রোবটটি সহজেই ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করে ছবি তুলতে পারে, যা দূর থেকে দেখা যায়।ধ্বংসস্তূপের বাধা এড়িয়ে নিজ থেকে চলাচল করতে পারে ‘অ্যানিমেল’ নামের রোবটটি। ক্যামেরাযুক্ত চার পায়ের এই রোবটের ধারণ করা ছবি বা ভিডিও দূর থেকেও দেখা যায়।পানির নিচে উদ্ধার কার্যক্রম চালাতে পারে রোবটটি।উড়ন্ত এ রোবট ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে প্রবেশ করে ধ্বংসস্তূপের ভিডিও করতে পারে। ফলে দূর থেকে সহজেই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা যায়।গতানুগতিক রোবটের তুলনায় দ্রুত চলতে পারে চার চাকার রোবটটি। ফলে ধ্বংসস্তূপের আশপাশের হালনাগাদ তথ্য দূর থেকে পর্যবেক্ষণ করতে পারেন উদ্ধারকারীরা