ব্লাউপাংকট এসবিএ ২০ পার্টি ২০ ডব্লিউ ওয়্যারলেস সাউন্ডবার
ব্লাউপাংকট এসবিএ ২০ পার্টি ২০ ডব্লিউ ওয়্যারলেস সাউন্ডবার

গ্যাজেটস

মুঠোফোনের তারহীন সাউন্ডবার

পিকনিকে বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে গান শোনেন অনেকেই। কেউ আবার গানের তালে তালে নাচেনও। কিন্তু এ জন্য সাউন্ডবক্স নিয়ে যাওয়ার ঝক্কিঝামেলাও কম নয়। এ সমস্যা থেকে মুক্তি দেবে ব্লাউপাংকট এসবিএ ২০ পার্টি ২০ ডব্লিউ ওয়্যারলেস সাউন্ডবার।

আকারে ছোট এ সাউন্ডবারে ওয়্যারলেস প্রযুক্তি থাকায় তারের সংযোগ ছাড়াই মুঠোফোন থেকে গান শোনা যায়। কারাওকে সুবিধাও রয়েছে সাউন্ডবারটিতে, ফলে পছন্দের সুরে গানও গাওয়া যাবে। পার্টি আরজিবি লাইট থাকায় রাতের বেলা গানের তালে তালে আলোও জ্বলে সাউন্ডবারটিতে।

দুই হাজার এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে টানা সাত ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যায় সাউন্ডবারটি। ২০ ওয়াটের গান বাজাতে সক্ষম এ সাউন্ডবারের ওজন ৯০০ গ্রাম। ব্লু-টুথ, ইউএসবি এবং এফএম রেডিও সুবিধার সাউন্ডবারটি টেলিভিশনের পাশাপাশি ল্যাপটপ কম্পিউটারেও ব্যবহার করা যায়। দাম দুই হাজার রুপি বা আড়াই হাজার টাকা প্রায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ব্লাউপাংকট