মানুষের মতোই টেবিল টেনিস খেলতে পারে রোবটটি। এমনকি কৌশলী শট খেলে প্রতিপক্ষকে হারিয়েও দিতে পারে। ‘ফরফিয়েস’ নামের রোবটটি তৈরি করেছে জাপানের প্রযুক্তি যন্ত্রাংশ নির্মাতা ‘ওমরন’। জাপানের ন্যাশনাল মিউজিয়াম অব ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশনে দেখা মিলেছে রোবটটির।
একসঙ্গে দুজন খেলোয়াড়ের বিরুদ্ধে টেবিল টেনিস খেলছে ফরফিয়েস।
প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজেও আক্রমণ চালাচ্ছে ফরফিয়েস।
শুধু এক দিকে নয়, প্রতিপক্ষের দুর্বলতা বুঝে বল মারতে পারে ফরফিয়েস।