ফটোফিচার

ছবিতে সিইএস মেলা

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। চার দিনের এ মেলা শেষ হচ্ছে আজ শুক্রবার। মেলায় আসা উল্লেখযোগ্য উদ্ভাবনী পণ্যগুলো একনজরে দেখে নেওয়া যাক—

ছবি ১: রাস্তায় চলার পাশাপাশি উড়তেও পারে গাড়িটি। ‘এক্সপেং অ্যারোএইচটি’ মডেলের গাড়িটি এ বছরের শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে। এএফপি

ছবি ২: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সেন্সরযুক্ত ম্যাট্রেসটি ব্যবহারকারীর ঘুমের ধরন শনাক্ত করার পাশাপাশি রক্তচাপসহ শরীরের তাপমাত্রাও মাপতে পারে। এএফপি

ছবি ৩: দেখতে সাধারণ জুতার সোল মনে হলেও সোলটির ভেতরে রয়েছে জিপিএস ট্র্যাকার। ফলে ব্যবহারকারী যেখানেই যান না কেন, সহজে খুঁজে পাওয়া যাবে। এএফপি

ছবি ৪: ভেতরে হাত রাখলেই স্বয়ংক্রিয়ভাবে রক্তচাপ মেপে দিতে পারে যন্ত্রটি। এএফপি

ছবি ৫: গাড়ির ড্যাশবোর্ডে ব্যবহার উপযোগী ৪৫ ইঞ্চি চওড়া পর্দার দেখা মিলেছে মেলায়। স্পর্শনির্ভর পর্দাটির মাধ্যমে গাড়ি চালানোর সময় সহজেই বিভিন্ন কাজ করা যায়।