অ্যাপলের ‘সেপ্টেম্বর ইভেন্ট’

নতুন আইফোনসহ আরও যেসব পণ্যের ঘোষণা দিতে পারে অ্যাপল

গত বছর সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইফোন ১৪-এর ঘোষণা দেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক
অ্যাপল

প্রতিবছর সেপ্টেম্বরে নতুন সব পণ্যের ঘোষণা দিয়ে থাকে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। এবারও তা–ই দেবে। এ অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন পুরো পৃথিবীর প্রযুক্তিপ্রেমীরা। তবে আগামী মাসের কত তারিখে ‘সেপ্টেম্বর ইভেন্ট’ হবে, তা এখনো নির্ধারণ করেনি অ্যাপল। এ আয়োজন থেকে অ্যাপলের নতুন আইফোন ১৫, আইওএস ১৭ এবং আরও কিছু নতুন পণ্য ও সেবার ঘোষণা আসতে পারে।

গত বছর সেপ্টেম্বরের এ আয়োজনে আইফোন ১৪, অ্যাপল ওয়াচ সিরিজ ৮, অ্যাপল ওয়াচ আলট্রা, অ্যাপল ওয়াচ এসই-২ ও দ্বিতীয় প্রজন্মের এয়ারপডস প্রোর ঘোষণা দেয় অ্যাপল। এ বছর সম্ভাব্য নতুন পণ্যের তালিকা দেখে নেওয়া যাক।

আইফোন ১৫

আইফোন ১৫-এর ঘোষণাটিই হবে এ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ। আইফোন ১৫ স্মার্টফোনটিতে এ১৬ বায়োনিক চিপ ও ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। আর আইফোন ১৫ প্রোতে থাকবে এ১৭ বায়োনিক চিপসেট, খুবই পাতলা বেজেল। প্রো ম্যাক্সে থাকবে পেরিস্কোপ লেন্স। এবারের সংস্করণে বাড়তে পারে ব্যাটারির আকার।

নতুন আইফোনে নতুন চিপ আসতে পারে

অ্যাপল ওয়াচ সিরিজ ৯

অ্যাপল ওয়াচ সিরিজের নতুন সংস্করণে গত বছর উল্লেখযোগ্য তেমন পরিবর্তন না থাকলেও এবার অ্যাপল ওয়াচ ৯ সিরিজে যুক্ত হতে পারে নতুন এস ৯ প্রসেসর। ফলে যন্ত্রটির গতি আরও বাড়বে। ৪১ মিলিমিটার ও ৪৫ মিলিমিটার আকারের অ্যালুমিনিয়াম ও স্টেইনলেস স্টিল—এ দুটি মডেলে ঘড়িটি আসতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে ওয়্যার ওএস ১০।

অ্যাপল ওয়াচ আলট্রা ২

দ্বিতীয় প্রজন্মের অ্যাপল ওয়াচ আলট্রা ২ ঘড়িতেও এস ৯ প্রসেসর থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া থ্রিডি প্রিন্টসহ নতুন রঙে এটি পাওয়া যেতে পারে।

এয়ারপডস প্রো ২-এর ইউএসবি চার্জিং কেস

এয়ারপডস প্রো ২ ইয়ারবাডসের জন্য ইউএসবি সি চার্জিং কেসযুক্ত হতে পারে। এ ছাড়া আইওএস ১৭–ভিত্তিক নতুন কিছু সুবিধাও এয়ারপডস প্রো ২-এ যুক্ত হতে পারে।

অ্যাপল ওয়াচ আলট্রা-২

নতুন অপারেটিং সিস্টেম

সেপ্টেম্বরের এ আয়োজনে আইওএস ১৭, আইপ্যাডওএস ১৭, ওয়াচওএস ১০, ম্যাকওএস ১৪ সোনোমা এবং টিভি ওএস ১৭-এর ঘোষণা আসতে পারে।

অ্যাপল ভিশন প্রো হেডসেটের হালনাগাদ তথ্য

জুনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলনে ভিশন প্রো হেডসেট ২০২৪ সালে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। বাস্তব জীবনকে এআর প্রযুক্তিতে রূপান্তরের জন্য হেডসেটটিতে ব্যবহার করা হবে এম২ এবং আর১ প্রসেসর। এ যন্ত্রের হালনাগাদ তথ্যের ঘোষণা আসতে পারে সেপ্টেম্বরের এ আয়োজন থেকে।

সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এ অনুষ্ঠান করে থাকে অ্যাপল। ২০২০ সাল বাদে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সেপ্টেম্বরের ১৪ তারিখের মধ্যেই আইফোন এক্স, এক্স এস, ১১, ১৩ ও ১৪–এর ঘোষণা দিয়েছিল অ্যাপল। শুধু ২০২০ সালে করোনা মহামারির কারণে এ আয়োজন অক্টোবরে অনুষ্ঠিত হয় এবং আইফোন ১২-এর ঘোষণা দেওয়া হয়। সাধারণত বৃহস্পতিবার এ অনুষ্ঠান হয়ে থাকে। ধারণা করা হচ্ছে, এ বছর ৫ বা ১২ সেপ্টেম্বর নতুন পণ্যের ঘোষণা দেবে অ্যাপল।
সূত্র: বিজিআর ডটকম