বাংলাদেশে নতুন স্মার্টফোন এনেছে অপো। মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসরে চলা অপো এ১৭ মডেলের এই ফোনে ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট রম রয়েছে। এর দাম ধরা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
৬.৫৬ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। পানিরোধক ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা যায়।
এইচডি প্লাস রেজল্যুশনে ছবি দেখাতে সক্ষম এ ফোনে কম আলোতেও উন্নত মানের ছবি বা ভিডিও ধারণ করা যায়।
অপো বাংলাদেশের অনুমোদিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং জানিয়েছেন, এ১৭ ফোন ব্যবহারকারীদের স্মার্ট লাইফের অভিজ্ঞতা দেবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে বিভিন্ন কাজ করতে পারবেন।