অ্যান্টি-ড্রপ প্রোটেকশন সুবিধার রিয়েলমি সি৬১ স্মার্টফোন
অ্যান্টি-ড্রপ প্রোটেকশন সুবিধার রিয়েলমি সি৬১ স্মার্টফোন

হাত থেকে পড়ে গেলেও সহজে ভাঙবে না এই ফোন

অসতর্কতার কারণে হাত থেকে ফোন পড়ে গেলে চিন্তার শেষ থাকে না। ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা দাগ পড়ে যায়। ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না।

পড়ে গেলেও সহজে ভাঙ্গবে না, অ্যান্টি-ড্রপ প্রোটেকশন সুবিধার একটি নতুন স্মার্টফোন দেশের বাজারে এনেছে  রিয়েলমি। সি৬১ মডেলের ফোনটিতে পানির ছিটা পড়লেও নষ্ট হয় না। ফলে ভেজা হাত দিয়েও ব্যবহার করা যায়। ফোনটির দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এই তথ্য জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির পেছনে ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬ গিগাবাইট র‍্যামযুক্ত ফোনটির তথ্য ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। এর আছে ৫০০০মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। একবার চার্জ করলে এটি দুই দিন ব্যবহার করা যায়।

অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম সমর্থিত রিয়েলমি ইউআই অপারেটিং সিস্টেমে চলা ফোনটির পর্দার আকার ৬ দশমিক ৭৪ ইঞ্চি। ইউনিসক টাইগার টি৬১২ অক্টাকোর প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায় ফোনটিতে।