রিয়েলমি স্মার্টফোন
রিয়েলমি স্মার্টফোন

গ্যাজেটস

কম আলোতেও ছবি উজ্জ্বল

কম আলোয় উজ্জ্বল ছবি তুলতে পারে ‘রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি’, ‘রিয়েলমি ৯ প্রো ৫জি’ এবং ‘রিয়েলমি প্যাড মিনি’। শক্তিশালী প্রসেসরে চলা নতুন তিন মডেলের স্মার্টফোনগুলো দেশে এনেছে রিয়েলমি। সনি আইএমএক্স ৭৬৬ ওআইএস ফ্ল্যাগশিপ ক্যামেরাযুক্ত ‘রিয়েলমি ৯ প্রো প্লাস ৫জি’ মডেলের স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট রম। ফলে কম আলোয় উজ্জ্বল ছবি তোলার পাশাপাশি স্মার্টফোনটিতে দ্রুত বিভিন্ন কাজ করা যায়।

৩৩ ওয়াটের ফাস্ট চার্জার সুবিধার ‘রিয়েলমি ৯ প্রো ৫জি’ মডেলের স্মার্টফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর, এইচডি প্লাস ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেল নাইটস্কেপ ক্যামেরাসহ ৫ হাজার এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি।

৮ দশমিক ৭ ইঞ্চি আকারের ‘রিয়েলমি প্যাড মিনি’ মডেলের স্মার্টফোনটির পুরুত্ব বেশ কম, মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার। ৬৪০০ এমএএইচ ক্ষমতার শক্তিশালী ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।