দেশের বাজারে ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন এনেছে শাওমি বাংলাদেশ। ‘রেডমি ১৪সি’ মডেলের ফোনটি একবার চার্জ করে একটানা সাড়ে ৪২ ঘণ্টা কথা বলা যায়। শুধু তা–ই নয়, প্রায় ২৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখারও সুযোগ মিলে থাকে। এর ফলে ফোনের ব্যাটারির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাওমির হাইপারওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা প্রসেসরসহ ৬ গিগাবাইট র্যাম রয়েছে, যা আরও ১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। এর ফলে একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা সম্ভব। ৬.৮৮ ইঞ্চি পর্দার ফোনটির পেছনে এলইডি ফ্ল্যাশসহ ৫০ ও ২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়।
কালো, নীল ও বেগুনি রঙে বাজারে আসা ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ায় উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। এ ছাড়া পর্দায় ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড (এইচবিএম) সুবিধা থাকায় সরাসরি সূর্যালোকের মধ্যেও লেখা স্পষ্টভাবে পড়া যায় ফোনটিতে।