বেগুনি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন
বেগুনি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন

গ্যালাক্সি এস২২ স্মার্টফোন কি পার্পল রঙে আসছে

বেশ কিছুদিন ধরেই প্রযুক্তিবিশ্বে গুঞ্জন ছিল, নতুন রঙে বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন। স্যামসাংভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নতুন রঙের তথ্য জানতে। কিন্তু এত দিন এ বিষয়ে কোনো তথ্যই জানা যায়নি।

সম্প্রতি স্যামসাং থাইল্যান্ড নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের কাছে নতুন রঙের গ্যালাক্সি এস২২ দেখায়। ফাঁস হওয়া ছবির তথ্যমতে, গ্যালাক্সি এস২২ সিরিজের তিনটি মডেলই বোরা পার্পল বা বেগুনি রঙে পাওয়া যাবে। অর্থাৎ বেগুনি রঙের ‘গ্যালাক্সি এস২২’, ‘গ্যালাক্সি এস২২ প্লাস’ ও ‘গ্যালাক্সি এস২২ আলট্রা’ মডেলের স্মার্টফোন ব্যবহারের সুযোগ পাবেন সামসাংভক্তরা।

সব ঠিক থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যেই নতুন রঙের গ্যালাক্সি এস২২ সিরিজ বিষয়ে ঘোষণা দিতে পারে স্যামসাং। গ্যালাক্সি এস২২ সিরিজের পাশাপাশি ‘গ্যালাক্সি জেড ফোল্ড৪’, ‘জেড ফ্লিপফোর’ এবং ‘গ্যালাক্সি বাডস২ প্রো’ মডেলের স্মার্টফোনও বেগুনি রঙে পাওয়া যাবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে গ্যালাক্সি এস২২ সিরিজের স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে বাজারে আনে স্যামসাং।

সূত্র : জিএসএমঅ্যারিনা