চারটি ক্যামেরা রয়েছে গ্যালাক্সি এস–২৩ আল্ট্রা ফোনে
চারটি ক্যামেরা রয়েছে গ্যালাক্সি এস–২৩ আল্ট্রা ফোনে

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই ফোনে

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধার ফোন তৈরি করেছে স্যামসাং। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত এক অনুষ্ঠানে গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলের ফোনটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ৬.৮ ইঞ্চি পর্দার ফোনটির অগ্রিম ফরমাশ কার্যক্রম শিগগিরই বাংলাদেশেও শুরু হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।

ফোনটির পেছনে রয়েছে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরাসহ ১০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সুবিধার ফোনটিতে ফাস্ট ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়।

অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর, ১২ গিগাবাইট র‍্যাম এবং ৫১২ গিগাবাইট ধারণক্ষমতা।

অনুষ্ঠানে গ্যালাক্সি এস ২৩ আলট্রা মডেলের পাশাপাশি গ্যালাক্সি এস ২৩ এবং গ্যালাক্সি এস ২৩+ মডেলের ফোনও উন্মোচন করেছে স্যামসাং।