কুইস্ট প্রো হেডসেট
কুইস্ট প্রো হেডসেট

গ্যাজেটস

মেটার কুইস্ট প্রো ভিআর হেডসেট

কুইস্ট প্রো নামের নতুন ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) হেডসেট এনেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। গতকাল মঙ্গলবার অনলাইনে আয়োজিত কানেক্ট সম্মেলনে এই হেডসেট প্রদর্শন করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। অনুষ্ঠানে জানানো হয়, মিক্সড রিয়েলিটি প্রযুক্তি সমর্থন করায় এই হেডসেট পড়ে ভার্চ্যুয়াল দুনিয়ার বিভিন্ন বস্তু বা ছবি চারপাশে দেখতে পারবেন ব্যবহারকারীরা।

কুইস্ট প্রো হেডসেট হাতে মার্ক জাকারবার্গ

নতুন হেডসেটে পাতলা লেন্সসহ ট্র্যাকিং সেন্সর থাকায় চোখের নড়াচড়ার পাশাপাশি ব্যবহারকারীর চেহারার অভিব্যক্তিও শনাক্ত করতে পারে। ফলে ব্যবহারকারীর চেহারার অনুভূতি ভার্চ্যুয়াল দুনিয়ায় থাকা তাঁর অ্যাভাটারেও (চেহারার আদলে ছবি বা ইমোজি) দেখা যাবে। অর্থাৎ ভিআর হেডসেট পরে কোনো দৃশ্য দেখে হাসলে বা দুঃখ পেলে ব্যবহারকারীদের অ্যাভাটারকেও হাসতে বা মন খারাপ করতে দেখা যাবে।

বাঁকানো ব্যাটারি থাকায় আগের সংস্করণের কুইস্ট ২ হেডসেট থেকে ওজনে বেশ হালকা কুইস্ট প্রো। ফলে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে। ২৫ অক্টোবর থেকে কেনা যাবে হেডসেটটি। দাম পড়বে ১ হাজার ৪৯৯ ডলার।
সূত্র: বিবিসি, ডেইলি মেইল