ফটোফিচার

ছবিতে সিইএস মেলার বিভিন্ন প্রযুক্তিপণ্য

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আজ মঙ্গলবার (বাংলাদেশ সময় রাত ১১টা) থেকে শুরু হচ্ছে ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় মেলা—কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই বেশ কিছু প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের তৈরি নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে। একনজরে দেখে নেওয়া যাক মেলায় আসা উল্লেখযোগ্য উদ্ভাবনী পণ্যগুলো—

ছবি ১: পার্কিং লটে গাড়ি রাখলেই নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে পারে এই রোবট। ‘পার্কি ভ্যালেট পার্কিং’ নামের রোবটটি প্রদর্শন করছে এইচএল ম্যান্ডো। রয়টার্স

ছবি ২: স্বাস্থ্যবিষয়ক কোনো প্রশ্ন করলেই উত্তর দিতে পারে মিরোকা নামের রোবটটি। রয়টার্স

ছবি ৩: হলোগ্রাফিক প্রযুক্তি কাজে লাগিয়ে নেদারল্যান্ডস থেকে সরাসরি ভিডিও কলে কথা বলছেন হলোকানেক্টসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রে স্মিথ। হলোগ্রাফিক প্রযুক্তিতে ধারণ করা স্মিথের অবয়ব দেখা যাচ্ছে হলোবক্সে। রয়টার্স

ছবি ৪: হেডফোনের আদলে তৈরি মাস্কটি পরে ফোনে কথা বলার সময় পাশ থেকে কোনো শব্দ শোনা যায় না। ‘মোবিলিটি’ নামের মাস্কটিতে মাইক্রোফোন থাকায় সরাসরি ফোনকলে কথা বলা যায়। রয়টার্স

ছবি ৫: ‘ভার্জ টিএস আলট্রা’ মডেলের বৈদ্যুতিক মোটরবাইকটিতে ছয়টি ক্যামেরা ও রাডার রয়েছে। এর ফলে চালক সহজে পথের চারপাশের দৃশ্য দেখতে পারেন। রয়টার্স