সামনে ঈদ। এ সময়ে প্রিয়জন কিংবা নিজের জন্য আমরা স্মার্টফোন কিনতে চাই। এখন ছয় হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার বেশি দামের স্মার্টফোন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। ব্যবহার ও প্রয়োজনভেদে এসব স্মার্টফোনের চাহিদা ভিন্ন রকমের। যাঁরা বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান, তাঁরা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্মার্টফোন পাবেন। বাজারে এখন ১০ হাজার টাকার মধ্যে এমন কয়েকটি ব্র্যান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে।
আইটেল এ৫০ সি
এই ফোনের দাম পড়বে ৭,৪৯৯ টাকা। ২ জিবি র্যামের অ্যান্ড্রয়েড এই স্মার্টফোনে আছে ৫০০০-৫৯৯৯ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। ডুয়েল সিমের এই ফোনের আইপিএস এলসিডি ডিসপ্লের রেজল্যুশন ফুল এইচডি, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা ১০ মেগাপিক্সেল। এই ফোনের ভিডিও রেজল্যুশন ১০৮০ পিক্সেল, ডিসপ্লের আকার ৬ ইঞ্চি। ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই, ইউএসবি সংযোগের এই ফোন ফোর–জি নেটওয়ার্ক–সেবা সাপোর্ট করে।
নকিয়া সি১২ প্রো
এই ফোনের দাম পড়বে ৭,৪৯৯ টাকা। ফোনে ডুয়েল সিম হিসেবে ন্যানো সিম ব্যবহার করা যাবে। ফোর–জি নেটওয়ার্ক–সুবিধার এই স্মার্টফোনে আইপিএস এলসিডি ডিসপ্লের আকার ৬.৩ ইঞ্চি। এই ফোনের রেজল্যুশন ৭২০ x ১৬০০ পিক্সেল, অক্টা-কোর প্রসেসরের এই ফোনের জিপিইউ আইএমজি ৮৩২২। ৬৪ গিগাবাইটের এই ফোনে ২ গিগাবাইট র্যাম আছে। ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড ১২ (গো সংস্করণ) এই ফোনে অ্যাক্সিলোমিটার ও প্রক্সিমিটি সেন্সর আছে। ফোনে লিথিয়াম আয়নের ৪০০০ এমএএইচ ব্যাটারি আছে।
ওয়াল্টন অরবিট ওয়াই ১১
এই মোবাইলের দাম ৭,৯৯৯ টাকা। ৪ জিবি র্যামের এই ফোনের রম ৬৪ গিগাবাইট। ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ব্যাক ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ২ মেগাপিক্সেল। এতে আছে লিথিয়াম পলিমার ২৫০০ এমএএইচ ব্যাটারি।
সিম্ফোনি অ্যাটম ৫
এই ফোনের দাম ৮,২৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ওএস সংস্করণ ভি১৪ চালিত এই ফোনে আছে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে। ৫২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। লিথিয়াম পলিমার ব্যাটারির ক্ষমতা ৫০০০ এমএএইচ। অভ্যন্তরীণ স্টোরেজ ক্ষমতা ৬৪ জিবি এবং র্যাম ৮ জিবি সমর্থন করে। ফোর–জি সুবিধাসহ এই ফোনে লাইট সেন্সর, অ্যাক্সিলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ রয়েছে।
টেকনো স্পার্ক গো ১
এই ফোনের দাম ৯,৮৯৯ টাকা। ৬.৬৭ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে এবং ১২০ হার্জ রিফ্রেশ রেটের জন্য এই ফোন স্মুথ ভিজুয়াল দেয়। ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি রমের এই ফোনে ভালো পারফরম্যান্স পাওয়া যাচ্ছে। ফোনে রয়েছে ৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, যা ডিজিটাল জুম, এআই ক্যামেরা, বিউটি মোড ও পোর্ট্রেট মোড সমর্থন করে। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ডুয়েল ফ্ল্যাশ থাকায় ভালো সেলফি তোলা যায়। ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৫ ওয়াট ফাস্ট চার্জিং–সুবিধা। এই ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, স্টেরিও ডুয়েল স্পিকার, ওয়াটার রেজিস্ট্যান্স, ডায়নামিক পোর্টসহ আরও বেশ কিছু বিশেষ ফিচার রয়েছে। নিরাপত্তার জন্য সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর–সুবিধাও রয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৯
এই ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ৬.৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের (১২০ হার্জ রিফ্রেশ রেট) এই ফোনে অক্টা-কোর প্রসেসর রয়েছে। ফোনে ১৩ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং ০.০৮ মেগাপিক্সেল সহায়ক লেন্স রয়েছে। ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, পাশাপাশি মাইক্রোএসডি এক্সপানশন সুবিধা রয়েছে। এই ফোনে ডুয়েল ন্যানো-সিম সাপোর্ট, ফোর–জি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা রয়েছে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
সিম্ফোনি ম্যাক্স ১০
এই ফোনের দাম ৬,৯৯৯ টাকা। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ–সুবিধাসহ এই ফোনে রয়েছে ৬.৫৬ ইঞ্চি ডিসপ্লে। ফোনটির ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা সাধারণ ফটোগ্রাফির জন্য উপযোগী। শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি দীর্ঘস্থায়ী চার্জ ধরে রাখে, এর ফলে সারা দিন নিশ্চিন্তে ব্যবহার করা যায়। অক্টা-কোর প্রসেসর থাকার কারণে ফোনের কার্যক্ষমতা বেশ উন্নত হয়।