ওয়ান্ডারকিউব প্রো
ওয়ান্ডারকিউব প্রো

গ্যাজেটস

চার্জার ও মেমোরি কার্ড রিডার হিসেবে কাজ করে এই যন্ত্র

চাবির রিংযুক্ত কিউবাকৃতির এ যন্ত্র ফোন চার্জ করার পাশাপাশি মেমোরি কার্ড রিডার হিসেবেও কাজ করে। শুধু তা–ই নয়, যন্ত্রটির ভেতরে থাকা ইউএসবি কেব্‌ল কাজে লাগিয়ে মেমোরি কার্ডের তথ্য ফোনেও নেওয়া সম্ভব।

ওয়ান্ডারকিউব প্রো নামের যন্ত্রটির সঙ্গে ৯ ভোল্টের ফাস্ট চার্জিং সুবিধার ব্যাটারি যুক্ত করা যায়। ফলে চলতি পথে দ্রুত ফোন চার্জ করা সম্ভব। ফোনের স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করা যায় যন্ত্রটি। ফলে ফোন খাড়া বা আড়াআড়ি রেখে ভিডিও দেখা সম্ভব। টর্চযুক্ত যন্ত্রটির দাম ৪০ ডলার।
সূত্র: ম্যাশেবল