দুটি পর্দা রয়েছে এই ল্যাপটপে
দুটি পর্দা রয়েছে এই ল্যাপটপে

গ্যাজেটস

এক ল্যাপটপ দুই মনিটর

একটি নয়, দুটি পর্দা রয়েছে এই ল্যাপটপে। শুধু তা–ই নয়, পর্দা দুটিতে একসঙ্গে আলাদাভাবে কাজও করা যায়। শুনতে অবাক লাগলেও এমনই এক ল্যাপটপ তৈরি করেছে লেনোভো। যুক্তরাষ্ট্রের ল্যাস ভেগাসে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) ইয়োগা বুক ৯ আই মডেলের এই ল্যাপটপ প্রদর্শন করেছে চীনা প্রতিষ্ঠানটি।

ইন্টেলের ১৩ প্রজন্মের কোরআই সেভেন প্রসেসরে চলা এ ল্যাপটপের দুটি পর্দার দৈর্ঘ্যই ১৩ দশমিক ৩ ইঞ্চি। ২ দশমিক ৮কেও এলইডি পর্দাগুলো একসঙ্গে বা আলাদাভাবে ব্যবহার করা যায়। চাইলে উলম্বভাবেও ব্যবহারের সুযোগ মিলবে। ১৬ গিগাবাইট র‍্যাম সুবিধার ল্যাপটপটির ধারণক্ষমতা এক টেরাবাইট।

এইচডি ওয়েব ক্যামেরাযুক্ত এই ল্যাপটপে একাধিক স্পিকারও রয়েছে। ফলে কাজ করার সময় স্বচ্ছন্দে গান শোনা যায়। শক্তিশালী ব্যাটারি সুবিধার ল্যাপটপটি এক চার্জ ১০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা সম্ভব। আগামী জুনে ল্যাপটপটি বাজারে আনা হতে পারে। ল্যাপটপটির দাম ২ হাজার ১০০ ডলার।
সূত্র: এনডিটিভি