ল্যাপটপটির শরীরজুড়েই বসানো হয়েছে ১৭.৩ ইঞ্চি ওএলইডি পর্দা। স্পর্শনির্ভর পর্দাটি চাইলে বইয়ের মতো ভাঁজও করা যাবে। ইন্টেলের ১২ প্রজন্মের কোর আই ৭ প্রসেসরে চলা ‘আসুস জেনবুক ১৭ ফোল্ড’ মডেলের ল্যাপটপটি তৈরি করেছে আসুস।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা ১৬ গিগাবাইট র্যাম সুবিধার ল্যাপটপটির ধারণক্ষমতা এক টেরাবাইট। এ ল্যাপটপে কোনো কি–বোর্ড নেই। ওপর নিচ পুরোটাই পর্দা। এ পর্দা আবার ভাঁজ করে ব্যবহার করা যায়। স্পর্শনির্ভর সুবিধা থাকায় সহজেই বিভিন্ন কাজ করা যাবে। কোনো কিছু লিখতে হলে ব্যবহার করতে হবে ভার্চ্যুয়াল কি–বোর্ড। তবে চাইলে ব্লুটুথপ্রযুক্তির কি–বোর্ডও ব্যবহার করা যাবে।
বিল্টইন মাইক্রোফোন ও স্পিকারযুক্ত এ ল্যাপটপে ভার্চ্যুয়াল সহকারী সেবা ‘সিরি’ ও ‘অ্যালেক্সা’ ব্যবহার করা যায়। শক্তিশালী ব্যাটারি থাকায় একবার চার্জে টানা সাড়ে ৯ ঘণ্টা কাজ ব্যবহার করা যায় ল্যাপটপটি। ওজনও বেশ কম, দেড় কেজি। ফলে স্বচ্ছন্দে বহন করা যায়। শিগগিরই বাজারে আসবে। ল্যাপটপটির দাম ৩ হাজার ৪৯৯ মার্কিন ডলার বা ৩ লাখ ৩২ হাজার টাকা প্রায়।
সূত্র: এনডিটিভি