কোবো ক্লারা ২ ই মডেলের ই-রিডার
কোবো ক্লারা ২ ই মডেলের ই-রিডার

পানিরোধক ই-রিডার

পার্কে বসে ই-রিডারের সাহায্যে ই-বুক পড়েন অনেকেই। কিন্তু হঠাৎ বৃষ্টি শুরু হলে ই-রিডার ভিজে নষ্ট হয়ে যায়। সমস্যার সমাধান দিতে পানিরোধক ই-রিডার তৈরি করেছে কানাডার ই-বুক বিক্রেতা প্রতিষ্ঠান কোবো। প্রতিষ্ঠানটির দাবি, দুই মিটার পানির নিচেও ব্যবহার করা যাবে ই-রিডারটি।

‘কোবো ক্লারা ২ ই’ মডেলের ই-রিডারটির ধারণক্ষমতা ১৬ গিগাবাইট। ৬ ইঞ্চি এইচডি পর্দার এই ই-রিডারে ডার্ক মোড সুবিধা থাকায় অন্ধকারে স্বচ্ছন্দে ব্যবহার করা যাবে। শুধু তা–ই নয়, একবার চার্জে এক সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যাবে ই-রিডারটি। ২২ সেপ্টেম্বর বাজারে আসবে। দাম ১৫০ মার্কিন ডলার বা প্রায় ১৪ হাজার ২৬০ টাকা।
সূত্র: ম্যাশেবল