ফটোফিচার

সিইএস মেলা মাতাচ্ছে এই রোবটগুলো

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে প্রযুক্তিপণ্যের সবচেয়ে বড় মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের হালনাগাদ প্রযুক্তিপণ্য প্রদর্শন করছে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলায় দর্শকদের নজর কেড়েছে বিভিন্ন রোবটও। রোবটগুলো দেখে নেওয়া যাক—

ছবি ১: মেলা প্রাঙ্গণে কফি বানিয়ে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে অ্যাডাম নামের রোবটটি। এএফপি

ছবি ২: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে এই রোবট। এএফপি

ছবি ৩: মানুষের আদলে তৈরি রোবটের ছবি তুলছেন এক দর্শনার্থী। এএফপি

ছবি ৪: নির্দেশ পেলেই বিভিন্ন কাজ করতে পারে রোবটটি। ‘কলিবট’ নামের রোবটটি তৈরি করেছে নুওয়া রোবোটিকস। এএফপি

ছবি ৫: ঘুরে ঘুরে দর্শনার্থীদের সঙ্গে কথা বলছে ‘মিরোকি’ রোবট।  
সূত্র: এএফপি