ফটোফিচার

ছবিতে রোবোকাপ

থাইল্যান্ডের ব্যাংকক ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত ‘রোবোকাপ’–এ দেখা মিলেছে খেলোয়াড় রোবটের। ১৩ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলা এ আয়োজনে ফুটবল খেলার পাশাপাশি তথ্যসেবাও দিয়েছে রোবটগুলো। এমনই কয়েকটি রোবটের কার্যক্রম দেখে নেওয়া যাক।

তথ্য দিয়ে অতিথিদের সহায়তা করছে রোবট।

ফুটবল খেলার সময় পা দিয়ে বলে কিক মারছে রোবট।

খেলা শুরুর আগে কোচ যেমন খেলোয়াড়দের কৌশল বলে দেন, তেমনি গোলবার রক্ষার দায়িত্বে থাকা রোবটের প্রোগ্রাম নির্বাচন করছেন নির্মাতা।

মাঠে নামানোর আগে শেষ মুহূর্তে রোবটের কার্যকারিতা পরীক্ষা করছেন নির্মাতা।